বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে শিক্ষকদের (Teachers) উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) নিয়ে বড় আপডেট সামনে আসছে। শিক্ষক ট্রান্সফারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল রাজ্য সরকারের তরফে। স্বাভাবিকভাবেই স্কুলশিক্ষা দফতরের সিদ্ধান্তে মাথায় হাত রাজ্যের শিক্ষকদের।
শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল নিয়ে নয়া নির্দেশিকায় ক্ষোভ | Teachers
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের জন্য ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার বন্ধ রাখা হচ্ছে। তবে মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলির বিষয়টি যেমন আছে তেমনই চলবে বলে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।
গত জুলাই মাসে শিক্ষক বদলির (Teachers Transfer) অনলাইন প্রক্রিয়া আরও ছ’মাস বন্ধ থাকছে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেই সময় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এবার সেই স্থগিতাদেশ আরও ৬ মাস বাড়ানো হল। বিজ্ঞপ্তি দেখে কার্যত মাথায় হাত শিক্ষকদের।
দীর্ঘদিন ‘অকেজো’ ছিল পোর্টাল
প্রসঙ্গত, বহুদিন বন্ধ থাকার পর ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও বন্ধই রাখা হয় সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলি। শিক্ষক মহল একাধিকবার অভিযোগ তোলে, পোর্টাল খোলার বিষয়ে শিক্ষা দফতরের কোনো সদিচ্ছা নেই। দীর্ঘদিন পোর্টাল ‘অকেজো’ থাকায় জোর ভোগান্তিতে পড়েছিলেন হাজার হাজার শিক্ষক।
এরপর ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকারের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা কার্যকর থাকবে। জুন মাসে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সেই স্থগিতদেশ ওঠার আগেই ফের সময়সীমা বাড়াল রাজ্য।
স্কুল শিক্ষা দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও খুব শীঘ্রই একইরকম বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

আরও পড়ুন: বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন পার্নো? টলিপাড়ার তারকা প্রার্থীর দলবদলে জল্পনা তুঙ্গে
পারস্পরিক বদলি কী? যদি দু’জন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে সহমত হন তাহলে তাকে বলা হয় ‘পারস্পরিক বদলি’। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা (Teachers) পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন।












