আইসিসি ওয়াল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গত 1th আগষ্ট থেকে। আইসিসি ওয়াল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম সিরিজেই ক্যারিবিয়ানদের একেবারে ধুরমুস করে দিয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে 0-2 ব্যবধানে হারিয়ে 120 পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে রয়েছে ভারত।
আগষ্ট 2019 থেকে শুরু করে জুন 2021 সাল অব্দি চলবে এই আইসিসি ওয়াল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ। টেষ্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা 9 টি দেশ 3 টি হোম এবং 3 টি আওয়ে নিয়ে মোট 6 টি করে সিরিজ খেলবে। ওয়াল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যেই নিজেদের অভিযান শুরু করে দিয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত নিজেদের অভিযান শুরু করে নি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে হওয়া দুটি ম্যাচের টেষ্ট সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে 1-1 ফলাফলে অপরদিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে চলা টেষ্ট সিরিজের তিনটি টেস্টের শেষে ফলাফল 1-1। অন্যদিকে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলা টেষ্ট সিরিজের ফলাফল 2-0 তে সিরিজ জিতে নিয়েছে ভারত। এই টেষ্ট সিরিজে ক্যারিবিয়ানদের ওয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া।
প্রথম টেষ্টে ওয়েস্ট ইন্ডিজকে 318 রানে এবং দ্বিতীয় টেষ্টে 257 রানে হারিয়ে এই মুহূর্তে মোট 120 পয়েন্ট সংগ্রহ করে ওয়াল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে রয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলংকা এবং নিউজিল্যান্ড এ দু’টি দেশই 60 পয়েন্ট সংগ্রহ করে ঠিক ভারতের পেছনেই রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে। তারপরেই 32 পয়েন্ট করে সংগ্রহ করে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যৌথভাবে। অপরদিকে একটা ম্যাচও জিততে না পাড়ায় এখনো পর্যন্ত পয়েন্টের ঝুলিতে শূন্য নিয়ে সবার নিচে অবস্থান করেছে ওয়েস্ট ইন্ডিজ।