ঘোষণা হলেও নয় চূড়ান্ত? T20 বিশ্বকাপের জন্য এখনও বদলাতে পারে টিম ইন্ডিয়া! নিয়ম রয়েছে ICC-র

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য এখনও পর্যন্ত ৪ টি দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। এমতাবস্থায়, ১৬ টি দল এখনও তাদের স্কোয়াড প্রকাশ করেনি। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যারা এখনও পর্যন্ত তাদের স্কোয়াড ঘোষণা করেছে তারা সেই স্কোয়াডে পরিবর্তনও আনতে পারে।

T20 বিশ্বকাপের জন্য এখনও দল বদলাতে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ICC প্রতিটি দলকে তাদের স্কোয়াড ঘোষণার জন্য ১ মে পর্যন্ত সময় দিয়েছে। এমতাবস্থায়, ICC-র নিয়ম অনুযায়ী ২৫ মে পর্যন্ত সব দলই তাদের দলে পরিবর্তন আনতে পারবে। এর জন্য তাদের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন নিতে হবে না। এদিকে, ২৫ মে-র পর ICC-র অনুমোদন নিয়ে সব দলেরই স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকবে।

https://twitter.com/BCCI/status/1785250931166060585?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1785250931166060585%7Ctwgr%5E56d23c4e3c126fdb2980630f39e34411a2da6130%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-411896670559558846.ampproject.net%2F2404091947000%2Fframe.html

ODI বিশ্বকাপে টিম ইন্ডিয়াও এটাই করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, টিম ইন্ডিয়া ২০২৩ সালের ODI বিশ্বকাপের সময়ে দল ঘোষণার পরে সেই দলে পরিবর্তন করেছিল। মূলত, দল ঘোষণার সময় অক্ষর প্যাটেল দলে ছিলেন। কিন্তু এর পরই চোট পান তিনি। এমতাবস্থায়, রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয় এবং তিনি বিশ্বকাপেও খেলেন।

আরও পড়ুন: ৭ জন খেলোয়াড় “আউট”! ২০২২-এর T20 বিশ্বকাপের পর কতটা বদলেছে টিম ইন্ডিয়া?

T20 বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: রিঙ্কু সিং, শুভমান গিল, খলিল আহমেদ এবং আবেশ খান।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা হতেই ঝটকা কলকাতায়! শীঘ্রই দল ছাড়তে পারেন বিধ্বংসী ব্যাটার

T20 বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর