বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ৬ই অক্টোবর, মা দুর্গার কৈলাসে ফেরার পরের দিনই বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। বেশকিছু ইতিবাচক এবং নেতিবাচক ব্যাপারের সমন্বয় রয়ে গিয়েছে ভক্তদের মনে। ভারতীয় ব্যাটিং শেষ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেও চোট-আঘাতে জর্জরিত হয়ে ভারতীয় বোলিং লাইন আপ বেশ কিছুটা দুর্বল। ফলে রোহিত শর্মা এবং তার দল অস্ট্রেলিয়ার মাটিতে কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
এর পাশাপাশি আরও কিছু অস্বস্তির কারণ রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বের দিকটি যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে তার মত সফল টি-টোয়েন্টি অধিনায়ক ভারতীয় দল কখনো পায়নি। অবশ্যই রোহিত শর্মার নেতৃত্বে যতদিন না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ভারত ততদিন এই কথাটিকে অনেকেই জানতে চাইবেন না। কিন্তু কোনোরকম প্রতিযোগিতার হিসেব বাদ দিয়ে আমরা যদি শুধু একটি একটি ম্যাচের হিসেবে দেখি তাহলে রোহিত শর্মার স্বল্পসময়ের অধিনায়কত্বে ভারত যে পরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে এর আগে ধোনি বা কোহলির অধিনায়কত্বে ভারত ম্যাচ জিততে পারেনি।
কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে বেশকিছু অস্বস্তিজনক এবং লজ্জার রেকর্ড জুড়েছে ভারতের কপালে। বিশ্বকাপে সেই রেকর্ড গুলো আরও ফুলেফেঁপে উঠুক এমনটা চাইবেন না রোহিত শর্মা। সেই লজ্জার রেকর্ড গোলের প্রথমটি হলো ইনিংসে বিপক্ষ দলের ২০০ রানের গণ্ডি অতিক্রম করা। পরিসংখ্যান বলছে রোহিত শর্মার অধিনায়কত্বে ৬ বার ২০০ রানের গণ্ডি অতিক্রম করেছে বিপক্ষ দল। অথচ তিনি পূর্ণদৈর্ঘ্যের অধিনায়ক হয়েছেন, তারপরে এক বছরও হয়নি। মহেন্দ্র সিংহ ধোনির ৯ বছরের অধিনায়ক জীবনে ভারতীয় দল ২০০ রানের বেশি রান না বিপক্ষকে করতে দিয়েছে মাত্র ৭ বার। এই দিক দিয়ে দেখতে গেলে বিরাট কোহলির রেকর্ড আরও আকর্ষণীয়। তার ৫ বছরের অধিনায়কত্বে বিপক্ষ দল কেবলমাত্র ২ বার ২০০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছে। বিশ্বকাপে রহিত শর্মা ধোনিকে ফেলুক এমনটা ভারতীয় সমর্থকদের কেউই চাইবেন না।
এছাড়াও রোহিত শর্মার অধিনায়কত্বের আরও একটি লজ্জাজনক রেকর্ড রয়েছে ভারতের। আজ পর্যন্ত ভারতীয় দল টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় ব্যবধানে যে হার দুটির মুখোমুখি হয়েছে সেই দুটি হারই এসেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। প্রথমটি নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিরুদ্ধে ৮০ রানের ব্যবধানে। অপরটি সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৪৯ রানের ব্যবধানে। বিশ্বকাপে নামার আগে এই রেকর্ড গুলিকে ভুলেই মাঠে নামতে চাইবেন রোহিত শর্মারা।
চোটের জন্য ভারতের দুই গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে পাচ্ছেন না রোহিত। জাদেজার পরিবর্তে অক্ষর প্যাটেল বল হাতে ভালো পারফর্মেন্স করলেও তিনি এ জাদেজার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের অভাব পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে বড়োসড়ো প্রশ্নচিন্হ থেকেই যাচ্ছে। বুমরার পরিবর্ত এখনও ঘোষণা করেনি ভারত। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে অস্ট্রেলিয়ায় পৌঁছেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।