বাংলা হান্ট ডেস্ক: শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়ে সবাইকে চমকে দিয়েছে। মূলত, একদম নতুন অধিনায়ক এবং নতুন দল নিয়ে ইংল্যান্ড সফরে পাড়ি দেয় টিম ইন্ডিয়া। কারণ, এই টেস্টের আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত কিংবদন্তি খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নিয়েছিলেন। এমতাবস্থায়, ইংল্যান্ডের মাটিতে এই টেস্ট সিরিজ ভারতের নবীন খেলোয়ারদের কাছেও নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়েছে।
টেস্ট ক্রিকেটে (Test Cricket) নতুন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া:
এদিকে, বুমরাহের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ৩ টির বেশি টেস্ট খেলার আশা ছিল না। এছাড়াও টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড় চোটের সম্মুখীনও হয়েছেন। যদিও ইংল্যান্ড ৪ টি টেস্ট ম্যাচের (Test Cricket) পর সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে, কিন্তু ভারত এই সিরিজে সামগ্রিকভাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ইতিমধ্যেই এমন একটি বিশ্বরেকর্ড তৈরি করেছে যা টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে কখনও তৈরি হয়নি।
“Extremely pleased with our batting effort!”
India captain Shubman Gill reacts to a gritty batting display in Manchester to secure a draw 🇮🇳 pic.twitter.com/cFBW4LRPey
— Sky Sports Cricket (@SkyCricket) July 27, 2025
মূলত, ভারতীয় দল টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে প্রথম দল যারা এক সিরিজে ৭ বার ৩৫০+ রান করেছে। এখনও পর্যন্ত, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৮ ইনিংসে ব্যাট করেছে এবং অবাক করার বিষয় হল মাত্র একবারই ভারতীয় দল ৩৫০ রানের মাইলফলক অতিক্রম করতে পারেনি। অর্থাৎ, এই দলট ৭ বার ৩৫০ বা তার বেশি রান করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত, অস্ট্রেলিয়ান দল একটি সিরিজে ৬ বার এই কৃতিত্ব অর্জন করেছে।
আরও পড়ুন: ম্যানচেস্টারে ম্যাজিক! টিম ইন্ডিয়ার সাহসের সামনে “আত্মসমর্পণ” ইংল্যান্ডের, ড্র হল চতুর্থ টেস্ট
১৯২০-২১ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ বার ৩৫০+ রান করে। ওই সিরিজটি অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল। এর পরে, অস্ট্রেলিয়া ১৯৪৮ এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের মাটিতে এই কৃতিত্ব অর্জন করে। কিন্তু এর আগে বা পরে, কোনও দলই ৬ বারের বেশি একটি সিরিজে ৩৫০+ রান করতে সক্ষম হয়নি। তবে, টিম ইন্ডিয়া এখন সিরিজের শেষ ম্যাচের আগে এই বিশ্বরেকর্ডটি নিজের নামে করে নিয়েছে।
আরও পড়ুন: ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে আরোপ করা হবে GST? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
একটি টেস্ট সিরিজে একটি দলের সর্বোচ্চ ৩৫০+ স্কোর:
৭ বার – ভারত বনাম ইংল্যান্ড, ২০২৫ (অ্যাওয়ে)
৬ বার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ১৯২০/২১ (হোম)
৬ বার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ১৯৪৮ (অ্যাওয়ে)
৬ বার – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ১৯৮৯ (অ্যাওয়ে)