T-20 বিশ্বকাপে অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন ভারতই ভরসা পাকিস্তান ও বাংলাদেশের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ফলে জয় পেয়েছিল ভারত। রবিবার ভারতীয় সময় বিকেল ৪.৩০ নাগাদ যখন ভারতীয় দল মাঠে নামবে তখন প্রথম দুটি ম্যাচ ভারত যেভাবে জিতেছিল সেই ফলাফলেরই পুনরাবৃত্তি চাইবে পাকিস্তান ও বাংলাদেশের ভক্তরা।

হ্যাঁ, ঠিক শুনেছেন। আসন্ন রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট সমর্থকরা আশা করে থাকবেন ভারতই যেন বিজয়ী দল হিসেবে উঠে আসে। নয়তো ওই দুই দেশের বিশ্বকাপযাত্রা সুপার শেষ হয়ে যাওয়ার বড় সম্ভাবনা দেখা যাবে।

দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের বিরুদ্ধে বৃষ্টির কারণে জয়ের দেখা পায়নি। আফ্রিকার দুই দেশ সেদিন নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল। তারপর আজ বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ৩ পয়েন্ট নিয়ে গ্রূপে দ্বিতীয় স্থানে রয়েছে। নেদারল্যান্ডস গ্রূপের সবচেয়ে দুর্বল দল। তাদের বিরুদ্ধে তারা জয় পাবে এমনটা প্রায় নিশ্চিত করেই বলা যায়।

সে ক্ষেত্রে প্রোটিয়ারা যদি রবিবার ভারতকেও হারিয়ে দেয় সে ক্ষেত্রে চরম সংকটে পড়ে যাবে পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলোই জিতলেও সেমিফাইনালে টিকিট পাবে না। বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদিও তারা নিজেরাও হয়তো সবকটি ম্যাচ জিতবে এমনটা আশা করে না। কিন্তু টিমটিমে আশাটুকু টিকিয়ে রাখতে এখন ভারতেরই শরণাপন্ন দুই দেশ।

আজ বিশ্বকাপে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তিন দলই মাঠে নেমেছিল। নেদারল্যান্ড কিছুটা লড়াই করলেও গুণগত মানে তারা ভারতীয় দলের চেয়ে অনেক পিছিয়ে ছিল এবং ৫৬ রানে হারের সম্মুখীন হয় তারা। কিন্তু বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১০৪ রানের ব্যবধানে হার স্বীকার করেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে একরানের জন্য হারতে হয়েছে বাবর আজমদেরও।


Reetabrata Deb

সম্পর্কিত খবর