অ্যাকাউন্টে মাত্র হাজার! তবে ATM থেকে উঠছে লক্ষ লক্ষ, ৩২৩ কোটি উধাও ব্যাঙ্কের

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকের অ্যাকাউন্টে রয়েছে কয়েক হাজার টাকা। তবে গ্রাহক টাকা তুলতে গিয়ে দেখলেন যত খুশি টাকা তোলা যাচ্ছে এটিএম থেকে। এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? একজন-দুজন নয়, এমন ঘটনা ঘটেছে বহু গ্রাহকের সাথে। কোনও গ্রাহক তুলে নিয়েছেন এক লাখ টাকা, আবার কোনও গ্রাহক ১০ লাখ টাকা।

এর ফলেই রীতিমতো মাথায় হাত পড়েছে ব্যাংকের। তার জেরে ব্যাংক খোয়াল ৩২৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার টাকা! ইথিওপিয়ার সবথেকে বড় ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক অব ইথিওপিয়ায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই কাণ্ড ঘটেছে। গ্রাহকের অ্যাকাউন্টে যত টাকা ছিল তার থেকেও বেশি টাকা তোলা যাচ্ছিল প্রযুক্তিগত ত্রুটির ফলে।

আরোও পড়ুন : হঠাৎই অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ফেলুদাকে! কী হলো সব্যসাচী চক্রবর্তীর?

সর্বমোট এই ব্যাংক ৪০ মিলিয়ন ডলার হারিয়েছে এই ঘটনার ফলে।  ব্যাংকের পক্ষ থেকে এই টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই প্রযুক্তিগত সমস্যার আভাস প্রথম পেয়েছিলেন ইউনিভার্সিটির পড়ুয়ারা। তারপর তারাই লক্ষ লক্ষ টাকা তুলতে শুরু করে। সঠিক হিসাব না থাকলেও, ব্যাংক সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যা চলাকালীন নূন্যতম ৫ লক্ষ আর্থিক লেনদেন হয়েছে।

large image bank

ইথিওপিয়ার সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, এটা কোনও রকম সাইবার হামলা নয়। কিছু ঘন্টার জন্য কোনও কারণে ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। এটিএম থেকে টাকা তোলা যাচ্ছিল না। তারপর হঠাৎ সিস্টেম চালু হয়। অনেকে খেয়াল করেন যে ইচ্ছামতো টাকা তোলা যাচ্ছে এটিএম থেকে। তারপর অনেকেই সেই সুযোগ কাজে লাগায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর