নিজেদের দল RJD-ই ছেড়ে দিয়েছে লালুর বড় ছেলে তেজ প্রতাপ! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদবের (lalu yadav) দলের ভেতরে নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে। রাজ্য সভাপতি জগদানন্দের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে বহু আগেই দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন লালুর বড় ছেলে তেজ প্রতাপ (tej pratap yadav)। পূর্বেই ছোট ভাই তেজস্বীকে আক্রমণ করায়, বর্তমানে তেজ প্রতাপের প্রসঙ্গে একটি বড় বয়ান দিয়েছেন RJD-র জাতীয় সহসভাপতি শিবানন্দ তিওয়ারিও (shivanand tiwari)।

হাজিপুরে দলীয় কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলনে শিবানন্দ তিওয়ারি বলেন, ‘RJD-তে আর নেই তেজপ্রতাপ। দল থেকে বেরিয়ে গিয়ে নিজে একটি নতুন এবং পৃথক সংগঠন তৈরি করেছেন’।

জানা গিয়েছে, ছাত্র জনশক্তি পরিষদ নামে একটি নতুন সংগঠনের সূচনা করে RJD-র থেকে দূরত্ব বজায় রাখছে তেজ প্রতাপ। এমনকি মঙ্গলবার দলের প্রশিক্ষণ শিবিরেও তেজ প্রতাপের প্রসঙ্গে কোনরকম আলোচনা করেননি লালু প্রসাদ যাদব। এই ঘটনায় RJD নেতারা কিছুটা ক্ষিপ্ত রয়েছে তেজ প্রতাপের উপর।

এই প্রশিক্ষণ শিবিরে বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদবের প্রশংসা করলেও, তেজপ্রতাপের বিষয়ে একটি কথাও বলেননি লালু প্রসাদ যাদব। বিহারে তেজস্বীর নেতৃত্বে যেভাবে RJD-র প্রভাব বেড়েছে, তাতে করে এই অল্প সময়ের মধ্যে তাঁর এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়ও বলেন তিনি।

সেই কারণে বর্তমান সময়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি এবং নিজের পৃথক দল গড়ে তোলার ফলে, লালু পুত্র তেজ প্রতাপের উপর কিছুটা ক্ষিপ্ত রয়েছে RJD-র নেতৃত্বরা। তারউপর রাজ্য সভাপতি জগদানন্দের বিরুদ্ধে অভিযোগ আনাটাও ভালো ভাবে নেয়নি অনেকেই।

সম্পর্কিত খবর

X