বাংলা হান্ট ডেস্কঃ আজ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান নিয়ে ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। বিজেপির কর্মীদের রোখার জন্য চারিদিকে তঠস্থ ছিল পুলিশ বাহিনী। নবান্নের সামনে ছিল ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা। আর এরই মধ্যে বিজেপি কর্মীদের উপর বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে পুলিশ কর্মীদের কাণ্ডের ঘটনা শেয়ার করেন। আরেকদিকে, পুলিশ অভিযোগ করে যে, বিজেপির কর্মীরা তাঁদের উপর ইট, পাথর ছুঁড়ে আক্রমণ করেছিল। এবং বিজেপির মিছিলে একজনের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
Bengal’s young are gathering outside Jorasanko Police Station in big numbers.
Police have two choices:
Either file FIR in accordance with law or
Remove uniform and hold TMC party flag.#NabbanoCholo
— Tejasvi Surya (@Tejasvi_Surya) October 8, 2020
বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য পুলিশের এই কাণ্ডের বিরুদ্ধে সরব হয়ে জোড়াসাঁকো থানায় FIR দায়ের করতে গিয়েছেন। কিন্তু ৪৫ মিনিট ধরে অপেক্ষা করিয়েও ওনার অভিযোগ নেয়নি পুলিশ। তেজস্বী ট্যুইট করে জানিয়েছেন, পুলিশের কাছে দুটো অপশন রয়েছে, হয় FIR দাখিল করুন, নাহলে পুলিশের উর্দি খুলে তৃণমূলের ঝাণ্ডা ধরুন!
We're at Jorasanko Police Station to file complaint against today's crude bomb attack on @BJYM karyakartas
We've asked inspector to register FIR. He's dilly-dallying, waiting for orders from boss
Police must file FIR in cognizable offences but we've been waiting for 45 min pic.twitter.com/rwXSneByAB
— Tejasvi Surya (@Tejasvi_Surya) October 8, 2020
জানিয়ে দিই, বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য সমেত বঙ্গ বিজেপির নেতারা জোড়াসাঁকো থানায় পুলিশের বিরুদ্ধে FIR করার জন্য ৪৫ মিনিট ধরে অপেক্ষায় আছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁরা পুলিশের বিরুদ্ধে FIR নিচ্ছে না।