জনসভায় দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করায় বিক্ষোভকারীদের কুকুরের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী!

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও একটি জনসভায় বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছেন। বুধবার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও রেগে যান আর উনি প্রদর্শনকারীদের তুলনা কুকুরের সঙ্গে করে বসেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘শান্তি তে থাকুন নাহলে এখান থেকে চলে যান। আপনাদের বোকামির জন্য এখানে যেন কোনও কাজে বাধা না পড়ে। এখান থেকে চলে যান, নাহলে পেটানো হবে।” ওনার এই মন্তব্যের পর রাজ্যের বিরোধী দল গুলো মুখ্যমন্ত্রীর নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি জানায়।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নালগোন্ডা জেলার নাগার্জুন সাগর সরকারি প্রকল্পের শিলন্যাসের পর একটি জনসভায় ভাষণ দেন। মুখ্যমন্ত্রী জনসভার সময় কিছু মানুষ সেখানে প্রদর্শন করছিল। মুখ্যমন্ত্রী সেই প্রদর্শনকারীদের কুকুর বলে অপমান করেন।

উল্লেখ্য, যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত কয়েকজন মহিলা বিক্ষোভ প্রদর্শন করা শুরু করে দেন। মহিলাদের এই কাজে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যদি এখানে থাকতে চান তাহলে শান্তিপূর্ণ ভাবে থাকুন, নাহলে সবাইকে পেটানো হবে। আমি অনেককেই দেখেছি, আপনাদের মতই এরকম অনেক কুকুর আছে এখানে।” এরপর বিরোধীরা মুখ্যমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায়।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর