বাংলাহান্ট ডেস্ক: আবারো জয়জয়কার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। ‘কার্তিকেয় ২’ (Kartikeya 2) মুক্তির পর মাত্র কয়েক দিনেই হিট হওয়ার পথে। একদিকে বলিউডে যখন একের পর এক ছবির পতন হওয়ার হাহাকার, অন্যদিকে দক্ষিণে তখন শুধুই জয়োল্লাস। মা লক্ষ্মী বরাবরের মতোই বলিউডকে ত্যাগ করে দক্ষিণে পাড়ি দিয়েছেন।
গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে বলিউডের দুই বিগ বাজেট ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)। অথচ ছবি মুক্তি পাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনো ১০০ কোটিও ছুঁতে পারেনি কোনো ছবির ব্যবসা। অন্যদিকে তেলুগু ইন্ডাস্ট্রির অনেক কম বাজেটের ছবি ‘কার্তিকেয় ২’ আমির-অক্ষয় দুজনকেই হেলায় হারিয়ে এগিয়ে চলেছে হিট হওয়ার দিকে।
নিখিল সিদ্ধার্থ অভিনীত তেলুগু ছবি ‘কার্তিকেয় ২’। কয়েক বছর আগে হলেও কেউ ভাবতেই পারত না যে এমন ছবিও সুপারহিট হতে পারে। কিন্তু এখন পাশার দান উলটে গিয়েছে। দলে দলে দর্শক বয়কট করছে বলিউডকে। দক্ষিণী ভাষার ছোট বাজেটের ছবিও হিন্দি বলয়ে শোরগোল ফেলে দিয়েছে।
রক্ষা বন্ধন এবং লাল সিং এর দুদিন পরেই মুক্তি পেয়েছিল কার্তিকেয় ২। প্রথম দিন ৫.০৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। মাত্র ৫৩ টি স্ক্রিনে যে ছবি মুক্তি পেয়েছিল তা কয়েক দিন পরেই বাড়িয়ে করে দেওয়া হয় ১৫৭৫ এরও বেশি। দর্শকের অভাবে রক্ষা বন্ধন এবং লাল সিং চাড্ডা দুই ছবিরই স্ক্রিন সংখ্যা কমে গিয়েছিল ১০০০ এর উপরে।
কার্তিকেয় ২ মুক্তির পর স্ক্রিন বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসার অঙ্কও বেড়েছে। মঙ্গলবার ৩.৫০ কোটি টাকা তুলেছিল এই তেলুগু ছবি। উল্লেখ্য, অক্ষয়ের বিগ বাজেট ছবিও কিন্তু এই পরিমাণ ব্যবসা করতে পারেনি। চতুর্থ ও পঞ্চম দু দিনই রক্ষা বন্ধনকে ছাপিয়ে গিয়েছে কার্তিকেয় ২ এর ব্যবসা। এখনো পর্যন্ত ২৪.৯০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
অন্যদিকে রক্ষা বন্ধন এবং লাল সিং চাড্ডা দুই ছবির ব্যবসার পরিমাণ দিনের পর দিন কমেই চলেছে। সোমবার অক্ষয়ের ছবি তুলেছিল ৬.৩১ কোটি টাকা। সেখান থেকে বুধবার সংগ্রহ এসে ঠেকেছে মোটে ১.৭০ কোটি টাকায়।
১৮০ কোটি টাকা বাজেটের লাল সিং চাড্ডা এতদিনে কষ্টেসৃষ্টে ৫০ কোটির ঘরে পৌঁছাতে পেরেছে। করোনা পরবর্তী কালে বলিউড বনাম দক্ষিণী ছবির টক্করটা আরো স্পষ্ট। শুধু টাকা ঢাললেই যে দর্শক টানা যায় না সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি।