ব্যাট সারিয়ে দেওয়া আশরাফ চাচার চিকিৎসার জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য করলেন সচিন

বাংলাহান্ট ডেস্কঃ আশরাফ চৌধুরী (Asraf Choudhury) ওরফে আশরাফ চাচা ভারতীয় ক্রিকেট সার্কিটে এই নামটি খুবই পরিচিত একটি নাম। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার থেকে শুরু করে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি সকলেরই ব্যাট মেরামত করে দেন ইনি। আশরাফ চাচা এখন খুবই অসুস্থ, দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য তিনি তার সমস্ত জমানো টাকা প্রায় শেষ করে ফেলেছেন। আর তাই এখন প্রবল আর্থিক অনটনের মধ্যে দিয়ে কাটছে তার। এমনকি অর্থের অভাবে তার চিকিৎসাও থমকে রয়েছে।

করোনার কারণে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে খেলাধুলা, বন্ধ রয়েছে ক্রিকেট। সেই সাথে এখনো পর্যন্ত ভারতবর্ষেও চালু হয়নি ক্রিকেট। আর তাই ক্রিকেটের সাথে যুক্ত বিভিন্ন মানুষ আজ চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তেমনই আর্থিক মন্দার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ব্যাট সরিয়ে দেওয়া আশরাফ চাচাও। কেউ হয়তো কোনোদিন ভাবতেও পারেননি যে যিনি এত বড় বড় ক্রিকেটারদের ব্যাট নিজের হাতে সারিয়ে দেন তিনিও একদিন এই রকম পরিস্থিতির শিকার হবেন। আর তাই এই খবর পেয়ে আর এক মুহূর্তও বাড়িতে বসে থাকতে পারলেন না সচিন তেন্দুলকার।

763481594cc5561e5ffa56e846e43990aa0edf4a0723807592af7b35515c0e41c3518cba

আশরাফ চাচাকে আর্থিক সাহায্য করতে এগিয়ে এলেন সচিন তেন্দুলকার। গত বারো দিন ধরে কিডনি জনিত সমস্যা বেড়ে যাওয়ার কারণে সালভা হাসপাতালে ভর্তি রয়েছেন এই আশরাফ চাচা। চিকিৎসার জন্য তার প্রয়োজন অনেক টাকা। একটি স্বেচ্ছাসেবক সংস্থা দু লক্ষ টাকা জোগাড় করে দিলেও এখনো তার আরও টাকা লাগবে। আর এই খবর পাওয়া মাত্রই মোটা অঙ্কের আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এলেন সচিন তেন্দুলকার। আশরাফ চাচার বন্ধু জেঠমালানি জানিয়েছেন, সচিন তেন্দুলকার আশরাফের সঙ্গে কথা বলেছেন এবং মোটা অঙ্কের আর্থিক সাহায্য করেছেন তার চিকিৎসার জন্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর