এক মালগাড়ির উপর উঠে গেল ওপর একটি মালগাড়ি! ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়, লাইনচ্যুত ১২ বগি

বাংলা হান্ট ডেস্কঃ করমণ্ডল দুর্ঘটনার ঘা এখনও দগদগে। এরই মাঝে এবার বাংলার বুকে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার বাঁকুড়ার (Bankura) ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ (Train Accident)। এক মালগাড়ির উপর উঠে গেল আরও একটি মালগাড়ি। সংঘর্ষের জেরে একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত। রবিবার সকালের ঘটনা।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল। সেই একই লাইনে ওই সময় আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিতে যাচ্ছিল। এরপরেই ঘটে বিপত্তি। দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে ওপর মালগাড়িটি। সংঘর্ষের এতটাই ভয়াবহতা ছিল যে তার শব্দে গোটা এলাকা রীতিমতো কেঁপে ওঠে।

দুর্ঘটনার জেরে দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সিগন্যালের সমস্যার জন্যই এমনটা ঘটেছে। দুর্ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

bankura

আজকের এই ঘটনা প্রসঙ্গে ওই এলাকায় রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি জানান, “কিছু একটা সমস্যা হয়েছে। আসলে কী হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে কোনও ক্রটি না থাকলে তো এটা হবে না। নিশ্চয় কোনও গোলমাল হয়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর