বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে জঙ্গিরা লাগাতার নিরীহ মানুষদের নিশানা করে চলেছে। বিগত তিন দিনে উপত্যকায় জঙ্গিরা ৭ জনকে প্রাণে মেরে ফেলেছে। বৃহস্পতিবার জঙ্গিরা ঈদগাহ এলাকার একটি স্কুলে ফায়ারিং করে। জম্মু কাশ্মীরের পুলিশের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, জঙ্গিদের এই হামলায় দুই শিক্ষকের মৃত্যু হয়েছে।
জঙ্গিরা শ্রীনগরের ঈদগাহ সঙ্গম এলাক্র একটি সরকারি স্কুলের দুজন শিক্ষককে গুলি চালিয়ে হত্যা করেছে। মৃত শিক্ষকদের নাম সুপিন্দর কৌর আর দীপক চন্দ। বলে দিই, কাশ্মীরে বিগত দুই দিনে ৫ জন সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। বুধবার শহরের বিখ্যাত কাশ্মীরি পণ্ডিতের চিকিৎসালয়ে জঙ্গিরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে মালিক সহ দুই নাগরিককে হত্যা করে। এর আগে মঙ্গলবার তিন জনকে হত্যা করেছিল জঙ্গিরা।
জঙ্গিদের দ্বারা সাধারণ মানুষকে নিশানা করার মধ্যেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। ওই বৈঠকে জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিকদের সুরক্ষা ছাড়াও জঙ্গিদের বিরুদ্ধে চলা অভিযান নিয়ে আলোচনা হবে হবে জানা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকে হওয়া বৈঠকে সিআরপিএফ-র ডিজি সমেত সেনার অনেক আধিকারিক যুক্ত হবেন। এছাড়াও ওই বৈঠকে আইবি এবং আধাসামরিক বাহিনীর আধিকারিকরা উপস্থিত থাকবেন।
বলে দিই, কাশ্মীরে মঙ্গলবার জঙ্গিরা ৯০ মিনিটের মধ্যে তিনজন সাধারণ নাগরিককে হত্যা করে। বিখ্যাত ফার্মেসির মালিক মাখনলালকে তাঁর দোকানে ঢুকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এছাড়াও ওই দিনই আরও দুজনকে হত্যা করে জঙ্গিরা। দুজনের মধ্যে একজন বিহারের বাসিন্দা ছিলেন। যিনি ফুচকা বিক্রি করে নিজের সংসার চালাতেন।