বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন দেশ ভারতের থেকেও সাহায্য চাইছে।
মারণরোগ করোনার ভয়ে ভিত হয়েছে ইসলাম সন্ত্রাসবাদী দল আইএসআইএস (ISIS)। সন্ত্রাসবাদী হলেও প্রাণের ভয় রয়েছে সকলেরই। তাই করোনার হাত থেকে বাঁচতে চায় তাঁরাও। সমগ্র বিশ্বে যারা সন্ত্রাসসৃষ্টি করেত থাকে, আজ তারাই করোনা আতঙ্কে আতঙ্কিত। মেনে চলছে রোগ প্রতিরোধের সময় নিয়ম রীতি।
সম্প্রতি কাবুলে (Kabul) এক অনুষ্ঠানে হামলা চালিয়ে ৩২ জন নিরীহ মানুষকে মেরেছে এই জঙ্গি গোষ্ঠী। আমেরিকার (America) সঙ্গে আফগানিস্থানের (Afghanistan) চুক্তির পর তাঁরা আফগানিস্থানের রাজধানীর ওপর প্রথমবার সবথেকে বড় হামলা চালাল। বিশ্ব জুড়ে সবার মধ্যে ত্রাস সৃষ্টিকারী মানুষেরা আজ নিজেরাই আতঙ্কে রয়েছে। তাঁরা নিজেদের মধ্যে কিছু ‘ধর্মীয় অনুশাসন’ মেনে চলার কথা বলেছে। বারবার পরিস্কার জলে হাত ধোয়া, হাঁচি বা কাশির সময়ে মুখ ঢেকে রাখা, এমনকি কোনও জায়গায় অসুখ দেখলে সেখানে যাতায়াত বন্ধ করারও নির্দেশ দিয়েছে তাঁরা। এবং সর্বোপরি তাঁদের আল্লার উপর তাঁদের সংগঠনকে বিশ্বাস রাখতে বলেছে। তাঁদের এই আতঙ্ক দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, ”করোনা তুমি ভালো মানুষদের ছেড়ে দিয়ে এইসব সন্ত্রাসবাদীদের গ্রাস কর”। আবার অনেকে বলেছেন, ”যারা অন্যের প্রাণ কেড়ে নেয়, করোনা তুমি তাঁদের পৃথিবী থেকে মুছে দেও”।
করোনা ভাইরাসের আতঙ্ক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। মহামারির আকারে এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। চীনের (Chaina) উহান প্রদেশ থেকে শুরু হয়ে সমগ্র বিশ্বে প্রায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে এই রোগের ফলে। ১ লক্ষ ২০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশ্বের প্রায় ১০৭ এরও বেশি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে। এমনকি বিশ্বের বেশ কিছু দেশের অর্থনৈতিক ব্যবস্থাও এই রোগের দ্বারা প্রভাবিত হয়েছে।