বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম সব সংস্থার কাছে ভারতীয় বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, সংস্থাগুলি তাদের কারখানাও ভারতে (India) স্থাপনের প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা (Tesla)। উল্লেখ্য যে, টেসলার ভারতে কারখানা স্থাপনকে ঘিরে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে। তবে এবার, গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।
মূলত, টেসলা শীঘ্রই ভারতীয় বাজারে প্রবেশ করবে এবং আগামী বছরই ভারতের গুজরাট রাজ্যে তার প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে পারে বলেও জানা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারী জানা গিয়েছে যে, ভারতে টেসলার প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের জন্য চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
এদিকে, আহমেদাবাদ মিরর জানিয়েছে যে, গুজরাটে টেসলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইউনিট স্থাপনের বিষয়ে সম্ভবত আসন্ন ভাইব্রেন্ট গুজরাট সামিটে (Vibrant Gujarat Summit) ঘোষণা করা হবে। যেটি ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুজরাট বিগত কয়েক বছর ধরে ব্যবসা স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে উঠেছে।
ইতিমধ্যেই ওই রাজ্যটি মারুতি সুজুকির মতো অটোমেকারদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের স্থল হয়ে উঠেছে। এদিকে, টেসলার ম্যানুফ্যাকচারিং ইউনিটের সম্ভাব্য অবস্থান হতে পারে সানন্দ, বেচারাজি এবং ধলেরার মধ্যে যেকোনো একটি স্থান। তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকার বা টেসলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: ২২ মাসের মধ্যে প্রথম এতবড় হামলা! ১২২ টি ক্ষেপণাস্ত্র, ৩৬ টি ড্রোন দিয়ে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার
গুজরাটে মাস্কের বিনিয়োগের ইঙ্গিত দিলেন মন্ত্রী: জানিয়ে রাখি যে, গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রুশিকেশ প্যাটেল সম্প্রতি ইলন মাস্কের গুজরাটে বিনিয়োগ করার সম্ভাবনা সম্পর্কে আশা প্রকাশ করেন। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার ব্রিফিংয়ে তিনি জানান সরকার গুজরাটে টেসলার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের জন্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ওই সংস্থার সাথে সক্রিয়ভাবে আলোচনা করছে।
আরও পড়ুন: বিহারে সম্ভব সবকিছুই! ব্রিজের তলায় আটকে আস্ত একটি বিমান, তুমুল ভাইরাল ছবি
মিডিয়া রিপোর্ট অনুসারে, গুজরাট শুধুমাত্র রাজ্য সরকারের গৃহীত নীতিগুলির কারণেই নয় বরং বন্দরের কাছাকাছি থাকার কারণে টেসলার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের জন্য শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে। যা ওই ইভি প্রস্তুতকারককে পণ্য রপ্তানি করতে সুবিধা প্রদান করবে। মূলত, টেসলা সহজেই সানন্দের মতো অবস্থান থেকে ভারত থেকে তার রপ্তানি বাড়াতে পারে। কারণ ওই স্থান গুজরাটের কান্ডলা-মুন্দ্রা বন্দর থেকে অল্প দূরত্বে রয়েছে।