৩ দিন তল্লাশি! বিকাশ ভবন থেকে বস্তাভর্তি নথি উদ্ধার CBI-র, এবার ঘুরবে নিয়োগ দুর্নীতি মামলার মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দুপুরে আচমকাই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার (TET Recruitment Scam) তদন্তে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা সেখানে হাজির হয়েছিল। তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয়ে তল্লাশি চলে। এরপর শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তাভর্তি কাগজপত্র নিয়ে বেরোয় তদন্তকারীরা।

সূত্রের খবর, বিকাশ ভবনের (Bikash Bhavan) গুদাম থেকে একাধিক ‘গুরুত্বপূর্ণ’ নথি হাতে পেয়েছে CBI। সেই সকল কাগজপত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) সঙ্গে জড়িত বেশ কিছু জরুরি তথ্য থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদি সত্যি এমনটা হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

   

২০২২ সালের ডিসেম্বর মাসে শিক্ষা দফতরের নানান জরুরি নথিপত্র রাখার জন্য ব্যবহৃত গুদামটি সিল করে দিয়েছিল CBI (Central Bureau of Investigation)। এরপর প্রায় দেড় বছর সেভাবেই পড়ে ছিল ওই গুদাম। গত বুধবার আচমকা সেখানে হানা দেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! বিমান থেকে নামানো হল যাত্রীদের, তুমুল চাঞ্চল্য

বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানে তল্লাশি চালান CBI আধিকারিকরা। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। এরপর দুপুরে দেখা যায়, বস্তাভর্তি নথিপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছেন CBI আধিকারিকরা।

CBI সূত্রে জানা যাচ্ছে, সেই নথিপত্রের মধ্যে প্রাথমিক নিয়োগের পরীক্ষা TET সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াও পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপকদের নামের তালিকা রয়েছে। ফলে এই কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের একটি নতুন দিক খুলে যেতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

CBI in Bikash Bhavan

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসের পর চলতি বছর ৪ জানুয়ারি ফের বিকাশ ভবনে গিয়েছিলেন CBI আধিকারিকরা। দু’বারই ওই ভবনের ছয় তলায় গিয়েছিলেন বলে খবর। সেখানে রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনের ঘরে কিছু তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। কিছু দরকারি নথিও তখন সংগ্রহ করেন। এরপর ওই সিল করা গুদামে যান তদন্তকারীরা। এরপর ফের বুধবার সেখানে হানা দেন CBI আধিকারিকরা। শুক্রবার একাধিক ‘জরুরি’ নথি নিয়ে বেরোলেন। এবার এই মামলার তদন্ত কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর