১০৩ বছর বয়সে দাঁড়িয়েও পরপর দুটি দৌড় প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন এই বৃদ্ধা।

বর্তমান যুগে যেখানে কম বয়স থেকেই ছেলেমেয়েদের মধ্যে রোগের প্রবণতা দেখা যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সেই একই সমাজে দাঁড়িয়ে 103 বছর বয়সে দৌড়ার কথা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আর এই স্বপ্নই সত্যি করে দেখালেন এক বৃদ্ধা। 103 বছর বয়সে দাঁড়িয়েও দিব্যি দৌড়ঝাঁপ করে চলেছেন। শুধুমাত্র দৌড়াচ্ছেনই না সেই সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সেই প্রতিযোগিতায় জয়লাভ করে সোনার পদক জিতে নিচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জুলিয়া হকিন্স নামে এই বৃদ্ধা দু’বছর আগে 100 মিটার দৌড়ে রেকর্ড করে সোনার পদক জয়লাভ করেছিলেন। আর এবারেও তিনি সেই একই প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন তবে এবার তিনি তার পুরনো রেকর্ডটি ভাঙতে পারলেন না।

এই দিন শুধুমাত্র 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নয় সেই সাথে 50 মিটার দৌড় প্রতিযোগিতাতেও সোনার পদক জিতেছেন এই মার্কিনী বৃদ্ধা। যে বয়সে দাড়িয়ে বেশিরভাগ মানুষ নিজের হাটা চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে সেই বয়সে দাড়িয়ে দৌড়ঝাপ করে একের পর এক রেকর্ড করার সাথে সাথে সোনার পদক জিতে নিচ্ছেন জুলিয়া হকিন্স।

13112634216d03b5a441d0a2865b4f0eec71a7ea0

যুক্তরাষ্ট্রের বাসিন্দা জুলিয়া হকিন্স জানিয়েছেন যে আমি নিজের শরীর নিয়ে খুবই সচেতন। খাবার-দাবারের দিক দিয়েও তিনি বেশ সচেতন। শুধুমাত্র পুষ্টিকর খাবার গ্রহণের সাথে সাথে ওজনের যথেষ্ট খেয়াল রাখেন। সেই সাথে নিয়মিত শরীরচর্চাতো রয়েছেই। এছাড়া জানা গিয়েছে যে হকিন্স নিজের ফিটনেসের দিক দিয়ে খুবই খুঁতখুঁতে। ফিটনেসের দিক দিয়ে কোন রকম কমতি তিনি রাখতে চান না।

জানা গেছে শুধু এই বারই নয় এর আগেও বহুবার অনেক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অনেকগুলি পদক জিতেছেন। আর সেই সকল পদক হকিন্সের স্বামী একটি বক্সের মধ্যে যত্ন সহকারে রেখে দিয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর