আপনার করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা কতখানি জানিয়ে দেবে অ্যাপ

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে , এখন ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা 900 এর কাছাকাছি।

26 মার্চ সকাল 9 টা পর্যন্ত মোট 104,866 টি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 93,208 নেতিবাচক। 11,658 ইতিবাচক। ২৫ মার্চ সন্ধ্যা 5 টা অবধি ইউকেতে হাসপাতালে ভর্তিদের মধ্যে ৫৭৮ জন মারা গেছেন।

এই পরিস্থিতিতে আপনার করোনা আক্রান্ত হবার সম্ভাবনা কতখানি তা জানাতে
ইংল্যান্ডের একটি সংস্থা ফোর্থম্যান কনসেপ্টএকটি অ্যাপ এনেছে। যার মাধ্যমে আপনি জেনে যেতে পারেন, আপনার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা! কভিড—১৯ সেল্ফ টেস্ট। অর্থাত্, নিজের টেস্ট এবার আপনি নিজেই করাতে পারবেন।

corona 3 2

অ্যাপ খুললেই করোনা সংক্রান্ত কয়েকটি সহজ প্রশ্ন আসবে আপনার সামনে। সব প্রশ্নের ধাপ পেরোলে অ্যাপ আপনাকে জানিয়ে দেবে, করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার কতটা!

এর আগে, ভারতের টেলিকম কোম্পানি জিও তাদের মাই জিও অ্যাপ এ করোনা সংক্রান্ত একটি টুল এনেছিল। এবার এই নতুন অ্যাপ করোনা আটকাতে বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা


সম্পর্কিত খবর