দীর্ঘদিন ধরেই ক্রিকেটের প্রতি তার একটা অন্য ভালোবাসা রয়েছে। কিন্তু তাই বলে তিনি যে হটাৎ করে এমন একটা কাজ করে বসবেন সেটা হয়তো কেউই ভাবতে পারে নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন হটাৎ মাঠে হাজির হলেন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে। এর আগেও তাকে অনেকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে কখনো গ্যালারিতে বসে সবার সাথে মিশে গিয়ে খেলা দেখছেন তো কখনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে খেলোয়াড়দের সাথে মিশে গিয়েছেন। কিন্তু এই সবের উর্দ্ধে গিয়ে তিনি জলের বোতল হাতে নিয়ে মাঠে হাজির হলেন এটা হয়তো কেউই ভাবতে পারে নি। ক্রিকেটের প্রতি কতটা আবেগ থাকলে দেশের প্রধানমন্ত্রী হয়েও এমনটা করা যায় সেটা হয়তো কেউ জানেন না।
আর এই ঘটনার মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রিকেট বিশ্বের কাছে এক অনন্য নজির গড়লেন। তিনি আরও একটি বিরল কাণ্ড ঘটালেন যেটা সারা ক্রিকেট বিশ্বের কাছে এক অনবদ্য ঘটনা হয়ে থাকবে।
কিছুদিন পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। তার আগে প্র্যাকটিস ম্যাচের জন্য মাঠে নেমেছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। আর সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল মানুকা ওভালে। সেই সময় হঠাৎই মাঠে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। হঠাৎই দেখা যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে দৌড়াতে দৌড়াতে মাঠে আসছে। তাকে সেই অবস্থায় দেখে ক্রিকেটাররা হকচকিয়ে যান সেই সাথে স্কট মরিসনের এমন উদ্যোগকে করতালি দিয়ে স্বাগত জানান খেলা দেখতে আসা দর্শকরা। গ্যালারি থেকে স্কট মরিসনকে করতালি দিয়ে সকলেই সম্মানিত করেন।
প্রায় সব দলই বিপক্ষ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে। তেমনি শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল প্রধানমন্ত্রী একাদশের হয়ে। আর ম্যাচ চলাকালীন তাদের প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে খুবই খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার সহ মাঠে খেলা দেখতে দর্শকেরা। শ্রীলংকার বিরুদ্ধে এই ম্যাচ এক উইকেটে জিতে প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্দ্যোগের সম্মান রেখেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উল্লেখ্য প্রথমে এই ঘটনা অনেকে বিশ্বাস করতে না চাইলেও পরে ছবি দেখার পর পুরো ক্রিকেট বিশ্ব সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে।