দু’টো মাথা তিনটে হাত নিয়েই জন্মালো শিশু, আশঙ্কাজনক অবস্থায় করা হল রেফার

বাংলা হান্ট ডেস্ক: এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের রতলাম জেলা। সেখানে এক মহিলা একটি “অদ্ভুত” শিশুর জন্ম দিয়েছেন। জানা গিয়েছে যে, ওই নবজাতকের দু’টি মাথা ও তিনটি হাত রয়েছে। শিশুটিকে আপাতত ইন্দোরে রেফার করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

সূত্র অনুযায়ী, জাভরার বাসিন্দা শাহীন রতলামের এমসিএইচে এই শিশুটির জন্ম দিয়েছেন। শিশুটির দু’টি মাথা এবং তিনটি হাত দেখে অবাক হয়ে যান চিকিৎসকেরাও। জানা গিয়েছে, শিশুটির তৃতীয় হাতটি দু’টি মুখের মাঝখানে পিঠের দিক থেকে বেরিয়েছে।

   

এদিকে, শিশুটিকে কিছু সময়ের জন্য রতলামের এসএনসিইউতে রাখা হয়েছিল যদিও পরে সেখান থেকে তাকে ইন্দোরের এমওয়াই হাসপাতালে রেফার করা হয়েছে। সোনোগ্রাফিতে এই শিশুটিকে যমজের মতো দেখাচ্ছিল। এদিকে, এসএনসিইউর ইনচার্জ ডাঃ নাভেদ কুরেশি জানান যে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এছাড়াও, ডাক্তার কুরেশি আরও জানান এরকম ক্ষেত্রে অনেক শিশু হয় গর্ভেই মারা যায় নাহলে সন্তান জন্ম নিলেও তা ৪৮ ঘণ্টা বেঁচে থাকে। তবে, এই সমস্ত ক্ষেত্রে অস্ত্রোপচারের বিকল্প থাকলেও তার পরে ৬০ থেকে ৭০ শতাংশ শিশু বাঁচে না বলেও জানান তিনি।

বর্তমানে শিশুটিকে ইন্দোরের এমওয়াই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যদিও তার মা রতলামের হাসপাতালেই রয়েছেন। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর