বাংলা হান্ট ডেস্ক : পড়শী দেশটিতে ঝক্কির শেষ নেই। মঙ্গলবার কাকভোরে রক্তাক্ত হল সন্ত্রাসের চারণভূমি পাকিস্তান (Pakistan)। সেদেশের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। এইদিন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় আতঙ্কবাদীরা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA)।
পাক মিডিয়া সূত্রে খবর, মঙ্গলবার কাকভোরে বেলুচিস্তানের (Baluchistan) টুর্বুট বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন BLA-র জঙ্গিরা। নিরাপত্তা রক্ষীরা বাধা দিতেই হামলা করে সন্ত্রাসীরা। শুরু হয় বোমা ও গুলির লড়াই। পাক সেনা সূত্রে খবর, অন্তত ৪ জঙ্গি নিকেশ হয়েছে এই লড়াইয়ে। যেখানে BLA দাবি করেছে কমপক্ষে এক ডজন সেনা মারা গেছে এই হামলায়।
সূত্রের খবর, কমপক্ষে ৪টি হেলিকপ্টার এবং ৩টি ড্রোন ধ্বংস করেছে বিএলএ। উল্লেখ্য, মাজিদ ব্রিগেড বহুদিন ধরেই বেলুচিস্তান প্রদেশে চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তাদের দাবি চীন ও পাকিস্তানের ওই অঞ্চলের সম্পদ শোষণ করে আসছে। এমন পরিস্থিতিতে BLA এই ঘাঁটিটিকেও টার্গেট করেছে কারণ ওই সামরিক ঘাঁটিতে চীনা ড্রোন মোতায়েন রয়েছে।
আরও পড়ুন : ভারত মহাসাগরে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, গতি ঘন্টায় ১৬৫ কিমি! ভয় ধরাচ্ছে ‘ন্যাভেল’
এখানে বলে রাখা ভালো, টুর্বট প্রদেশে এটি বছরের তৃতীয় হামলা। যেখানে BLA মাজিদ ব্রিগেডের দ্বিতীয় হামলা। এর আগে গত ২৯ জানুয়ারি গ্বদর, যেখানে সামরিক গোয়েন্দা দফতর অবস্থিত সেখানে হামলা চালানো হয়। পরের হামলাটি হয় ২০ মার্চ। সেবারও গ্বদর বন্দরে হামলা হয় এবং কমপক্ষে দুই পাকিস্তানি সেনা এবং আট জঙ্গি নিহত হয়।
আরও পড়ুন : KKR-র ম্যাচে অশালীন `যৌনগন্ধী` খেলার বর্ণনা! এ কী বলে ফেললেন ধারাভাষ্যকাররা? ভিডিও ভাইরাল
আর এবার হামলা পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে। এই হামলা প্রসঙ্গে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘আট সন্ত্রাসীর একটি দল পোর্ট অথরিটি কলোনিতে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের দমন করে।’