বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। এমতাবস্থায়, এই ফিক্সড ডিপোজিটের সুদের হারে প্রায়শই পরিবর্তন করে ব্যাঙ্কগুলি। সেই রেশ বজায় রেখেই এবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) ফের একবার FD-র ক্ষেত্রে সুদের হার সংশোধন তথা বৃদ্ধি করেছে। মূলত, ব্যাঙ্কটি আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বরে ২ কোটি টাকার কম FD-র ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে। পাশাপাশি, ব্যাঙ্কটি বর্তমানে ২.৭৫ শতাংশ থেকে ৬.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এছাড়াও, ওই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-ও অফার করছে। পাশাপাশি, কোটাক ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন সুদের হার: এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৪ দিনের FD-র ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ২.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫ শতাংশ সুদ প্ৰদান করছে। পাশাপাশি, ১৫ দিন থেকে ৩০ দিনের FD-র ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ সুদ উপলব্ধ করছে। ৩১ দিন থেকে ৪৫ দিনের FD-র ক্ষেত্রে ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৩.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি, ৪৬ দিন থেকে ৯০ দিনের FD-র ক্ষেত্রে ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ সুদ প্রদান করছে।
এদিকে, ৯১ দিন থেকে ১২০ দিনের FD-র ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৪.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ সুদ উপলব্ধ করা হচ্ছে। পাশাপাশি, ১২১ দিন থেকে ১৭৯ দিনের FD-র ক্ষেত্রে ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৪.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ প্রদান করছে। এছাড়াও, ১৮০ দিনের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে সাধারণ গ্রাহকদের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১৮১ দিন থেকে ২৬৯ দিনের ক্ষেত্রে এই সুদের হার হল যথাক্রমে ৬ শতাংশ এবং ৬.৫০ শতাংশ।
আরও পড়ুন: হোম লোন গ্রহণকারীদের জন্য বড় পদক্ষেপ RBI-এর! ব্যাঙ্কের এই একটি ভুলেই প্রতিদিন মিলবে ৫,০০০ টাকা
পাশাপাশি, ২৭০ দিনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার হল ৬ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হল ৬.৫০ শতাংশ। এভাবেই বিভিন্ন মেয়াদের পরিপ্রেক্ষিতে সুদের হারেও তারতম্য পরিলক্ষিত হয়েছে। তবে, ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিন পর্যন্ত FD-র ক্ষেত্রে সুদের হার হল যথাক্রমে ৬.৫০ শতাংশ এবং ৭ শতাংশ। ৩৯১ দিন থেকে ২৩ মাসের FD-র ক্ষেত্রে এই হার হল যথাক্রমে ৭.২০ শতাংশ এবং ৭.৭০ শতাংশ। পাশাপাশি, ২৩ মাসের FD-র ক্ষেত্রে সুদের হার হল ৭.২৫ শতাংশ এবং ৭.৭৫ শতাংশ।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার RBI-তে বিপুল শূন্যপদে হচ্ছে নিয়োগ, এভাবে করুন আবেদন
এছাড়াও, ৪ বছর এবং তার বেশি কিন্তু ৫ বছরের কম FD-র ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ সুদ উপলব্ধ করা হচ্ছে। ৫ বছর এবং তার বেশি থেকে ১০ বছর পর্যন্ত FD-র ক্ষেত্রে সাধারণ জনগণরা পাবেন ৬.২০ শতাংশ সুদ। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য থাকবে ৬.৭০ শতাংশ সুদের হার।