বাজেটের দ্বিগুণ টাকায় বিক্রি ছবির স্বত্ব! এবার OTT-তে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) মুক্তি পেয়েছে দু সপ্তাহ হতে চলল। কিন্তু এখনও বিতর্ক থামার নাম নেই এই ছবিকে ঘিরে। বাংলায় মুক্তি পায়নি ছবিটি। তা নিয়ে চাপানউতোর কম হচ্ছে না। এর মধ্যেই শোনা গেল, অনলাইনে নাকি মুক্তি পেতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। একটি নামী স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে নাকি ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা সংস্থা।

ওটিটিতে মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)?

সূত্রের খবর বলছে, ছবির স্বত্ব নাকি বিক্রি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জিফাইভকে নাকি ৭০ কোটি টাকায় এই স্বত্ব বিক্রি করেছেন তিনি, যা কিনা ছবির (The Bengal Files) বাজেটের দ্বিগুণ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি পরিচালক প্রযোজকরা।

The Bengal files to be released in ott soon

আইনি জটিলতা চলছে ছবি ঘিরে: এদিকে মঙ্গলবার দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) মুক্তি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি। তাঁর যুক্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও ছবি (The Bengal Files) প্রদর্শনী থেকে আটকানো মানে মানুষের মৌলিক অধিকার খর্ব করা। মামলায় জানানো হয়েছে, এই ছবির মুক্তিতে আপত্তির অর্থ হল শিল্পের পথে বাধা সৃষ্টি করা। পাশাপাশি রাজ্যের মানুষকে পছন্দের সিনেমা দেখতে বাধা দেওয়া মানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা।

আরও পড়ুন : ‘কন্যাং দেহি অর্ধশিক্ষিতের মতো কথা’, মেয়েদের পূর্বপুরুষকে জল দেওয়ার রীতিতে বিশ্বাসী নন সুদীপা!

কী যুক্তি মামলাকারীর: দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই ছবির মুক্তিতে বাধা দেওয়ার অর্থ আইন লঙ্ঘন। বাংলা ছাড়া সর্বত্রই মুক্তি পেয়েছে এই ছবি। জানা যাচ্ছে, আবেদনকারীর হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় এবং নিকুঞ্জ বার্লিয়া। জানা যাচ্ছে, শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন : গতবারের ভিড়ও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা, নির্বিঘ্নে পুজো পরিক্রমায় ‘টুরিস্ট স্মার্ট কার্ড’-এর ঘোষণা মেট্রোর

প্রসঙ্গত, বক্স অফিস রিপোর্ট বলছে, দ্য কাশ্মীর ফাইলস এর মতো তেমন সাড়া ফেলতে পারেনি দ্য বেঙ্গল ফাইলস। উপরন্তু আইনি জটিলতা লেগেই রয়েছে ছবিটি নিয়ে। তবে ওটিটিতে ছবিটি মুক্তি পেলে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে তা পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।