ট্রেলার লঞ্চেই বাধা, ‘তোলাবাজি’র অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর, রাজ্যে আদৌ মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে বিতর্ক ছিল আগে থেকেই। আর এবার কার্যত তা সীমা ছাড়াল। শহরের এক অভিজাত পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গুরুতর অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নাম না করে ‘রাজ্যের সর্বোচ্চ শক্তিমান’এর বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) বিতর্ক অব্যাহত

এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) এর। কিন্তু সমস্ত প্রস্তুতির পরেও ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনেন পরিচালক। কে বাধা দিচ্ছে ট্রেলার (The Bengal Files) লঞ্চে? সরাসরি কোনও নাম না করলেও তিনি অভিযোগ করেন, কোনও এক ‘শক্তি’, ‘রাজ্যের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি’র তরফে নাকি বাধা এসেছে।

The Bengal files trailer launch stopped midway

ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার অভিযোগ: আপত্তি, বাধা সত্ত্বেও ট্রেলার প্রদর্শিত হবে বলে ঘোষণা করেন বিবেক অগ্নিহোত্রী। সেইমতো ট্রেলার (The Bengal Files) দেখানো শুরুও হয়। কিন্তু কিছুক্ষণ চলতে না চলতেই মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ট্রেলার। বিবেক অভিযোগ করেন, যাতে প্রদর্শন না করা যায় তার জন্য তার কেটে দেওয়া হয়েছে। ঘটনায় বিতর্ক চরমে ওঠে হোটেলে।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধ নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত নয়, আপ্যায়নই সার, পুতিনের সঙ্গে বৈঠকে বিশ্বমঞ্চে মুখ পুড়ল ট্রাম্পের

ক্ষোভ উগরে দিলেন পরিচালক: সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বিবেক কটাক্ষ করেন, ‘দেশে কি দুটো সংবিধান চলছে? বাংলায় আলাদা সংবিধান রয়েছে?’ তিনি স্পষ্ট বলেন, বাংলায় ‘অরাজকতা’ চলছে। সত্যজিৎ রায়ের জায়গায় ছবির প্রদর্শনে বাধা দেওয়া হচ্ছে। এসব ‘তোলাবাজি’ তাঁর সঙ্গে চলবে না বলেও হুঙ্কার দিয়েছেন পরিচালক (The Bengal Files)।

আরও পড়ুন : এবার গোপালের ভোগে থাকুক নিরামিষ ‘স্বর্ণখিচুড়ি’, কীভাবে রাঁধবেন, রইল রেসিপি

হোটেল কর্তৃপক্ষ অবশ্য সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, কেউ বাধা দেয়নি। কথা বলতে এসেছিলেন তাঁরা। এখন প্রশ্ন উঠছে, যে ছবির ট্রেলার লঞ্চ নিয়েই এমন কাণ্ড হল, সেই ছবি কি আদৌ মুক্তির আলো দেখবে এ রাজ্যে? জানিয়ে রাখি, আগামী ৫ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।