বাংলাহান্ট ডেস্ক : সাইকেল (Bicycle)। চার অক্ষরের ছোট্ট একটা শব্দ। কিন্তু এই ছোট্ট শব্দের আড়ালে লুকিয়ে রয়েছে হাজার হাজার মানুষের রোজগার জীবন যুদ্ধের কাহিনী। যাতায়াতের ক্ষেত্রে অন্যতম প্রধান মাধ্যম সাইকেল চালানো যেমন সহজ ঠিক তেমনভাবেই আমজনতার পক্ষে ‘মেনটেইনেন্স’ বাবদ খরচটাও অনেকখানি কম। চেন আর বল বেয়ারিংয়ে দুফোঁটা মোবিল দেওয়া ছাড়া আর কোনও খরচা নেই। আর যদি পাংচার হয়, তবে টায়ার টিউব সারাতে পকেট থেকে খসাতে হয় সামান্য কিছু টাকা।
শুধু তাই নয়, যেখানে হেঁটে যেতে বেশ খানিকটা সময় লেগে যাবে সেখানে সাইকেলে করে যাওয়া মানেই এক্কেবারে কেল্লাফতে! এসব ছাড়াও সাইকেল আরোও একটা কাজে লাগে। নিশ্চয়ই ভাবছেন কোন কাজ? কাছাকাছি দূরত্বের জন্য অল্প পরিমাণের মাল পাওয়ার ক্ষেত্রে সাইকেলের জুড়ি মেলা ভার। তবে এখানেই শেষ নয়, সাইকেলের সামনের রডে প্রেমিকাকে বসিয়ে প্রেমের শুরুর দিনগুলোর কথা মনে গেঁথে রয়েছে কত কত মানুষের।
কিন্তু সাইকেল তো একটি ইংরেজি শব্দ। কখনও ভেবেছেন সাইকেলের বাংলা কী? কী শুনে অবাক লাগছে ? নিশ্চয়ই ভাবছেন রোজকার জীবনে তো আমরা ‘সাইকেল’ শব্দটাকেই ব্যবহার করি। তাহলে এর বাংলা অর্থ কী হতে পারে ? আসলে, বহু মানুষই ‘সাইকেল’ শব্দটার বাংলায় অর্থ (Bengali Meaning) জানেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা একটি সমীক্ষায় দেখা যায়, ৯৯ শতাংশ মানুষই বলতে পারেননি সঠিক উত্তর। সাইকেলের বাংলা নাম হল ‘দ্বিচক্রযান’।
খুব সহজ ও ছোট ভাষাতেই ব্যক্ত করা যায় দুটি চাকার এই বাহনটিকে। ‘দ্বি’ কথার অর্থ হল দুটি। অন্যদিকে ‘চক্র’ কথার মাধ্যমে চাকাকে বোঝানো হয়। আর যান শব্দের মানে তো প্রায় প্রত্যেকটি মানুষেরই জানা। তাই, সাইকেলকে বাংলায় বলা হয় দ্বিচক্রযান। ‘সাইকেল’ শব্দটির আসলে বাংলা ভাষার ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটেছে। তাই, পরিবেশ দূষণরোধকারী এই পরিবাহকটিকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকলেও অনেকেই হয়তো জানি না এর বাংলা প্রতিশব্দ!
অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায়, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হল বাইসাইকেল। তাতে তেল লাগেনা, কয়লা লাগেনা, মানুষটা বলতে গেলে নিজের পায়েই চলছে, কিন্তু গতি কত বেড়ে গেছে। পাশাপাশি তিনি আরোও বলেছিলেন, সবচেয়ে বড় কথা সাইকেলের মূল্য থেকে শুরু করে খরচ সবটাই সমাজের সব শ্রেণির মানুষের হাতের নাগালের মধ্যে। আজকের যুগে আমরা সাইকেল ছাড়া জীবন ভাবতেই পারি না। তবুও সাইকেলের বাংলা নাম জিজ্ঞেস করলেই হোঁচট খাবে অনেকেই।