বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) বাংলাদেশের (Bangladesh) মধ্যেকার সম্পর্ক অত্যন্ত মধুর। প্রতিবেশি দুই দেশের মাঝে কাঁটাতারের ব্যবধান থাকলেও নিজেদের এক এবং অভিন্ন বলেই মনে করেন দুই দেশের নাগরিকরা। নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের।
ভারত বাংলাদেশ বিরোধ
বর্তমানে চীনের সঙ্গে সীমা বিবাদের মধ্যেই এবার প্রতিবেশি দেশ বাংলাদেশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ল ভারত। কার কুদৃষ্টি পড়ল ভারতের উপর? চীনের সঙ্গে সীমা বিবাদ হলেও, বাংলাদেশের সঙ্গে কৃষক নিয়ে সমস্যা বেঁধে গেল ভারতের। ভারতীয় কৃষকদের অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশের নামে।
ভারতীয় কৃষকদের অপহরণ
মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা নয়ন শেখ ও সাইদুল ইসলাম আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে জমি চাষ করছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বাংলাদেশের রাজশাহীর বিজিবি রক্ষীরা অপহরণ করেছে ভারতের ওই দুই কৃষককে।
কেন অপহৃত হলেন ভারতের কৃষক?
সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশে বাঁধা দানের জন্য গুলি চালিয়েছিল বিএসএফরা। বাংলাদেশের সীমান্ত রক্ষীদের অভিযোগ অন্যায় ভাবে বিএসএফরা গুলি চালিয়েছিল। তবে এই ঘটনার কিছুদিন পরই কিন্তু মুশির্দাবাদের কৃষকদের অপহরণ করে বাংলাদেশের বিজিবি। তবে বিজিবি কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলছেন ভারতের বিএসএফ অফিসাররা। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
আলোচনা চলছে দুই দেশে
ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন দুই কৃষকের পরিবারের লোকজন। কৃষকদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানায় তারা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়েই। গত বছর অগস্টেও নাকি কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তের কাছ থেকে ভারতীয় এক কৃষককে আটক করেছিল বাংলাদেশের বিজিবি। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তাঁকে ছাড়িয়ে আনা হয়।