বড়ো খবর: জনসাধারণের জন্য Air India দিল অফার, ৭৯৯ টাকায় মিলবে বিদেশ যাত্রার সুযোগ

বাংলাহান্ট ডেস্কঃ যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা (Air India Airlines)। বিমানযাত্রার সুযোগ মিলবে মাত্র 799 টাকার টিকিট (Ticket) কেটেই। এই সুযোগ থাকছে মঙ্গলবার (tuesday) রাত 11:59 মিনিট পর্যন্ত। টিকিট কাটলে ১৮ ই ফেব্রুয়ারী (february) থেকে ৩০ শে সেপ্টেম্বর (september) অবধি যাত্রার সুযোগ থাকছে যাত্রীদের জন্য।

download 1 32

মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে এবার এয়ার ইন্ডিয়া নিয়ে এল এক অভাবনীয় অফার। বিমানের টিকিটের মূল্য শুরু হচ্ছে মাত্র ৭৯৯ টাকা থেকে। এতে করে অনেক সাধারণ মানুষই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। অনেক মানুষই অল্পের মধ্যে তাঁদের বিমান যাত্রার সাধ পূরণ করতে পারবে। তবে এই সুযোগ খুব অল্প সময়ের জন্যই সীমিত থাকছে। এই ছাড় পাওয়া যাবে মঙ্গলবার রাত 11:59 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যেসকল ব্যক্তিরা টিকিট কাটবেন, তাঁরা ৮ ই ফেব্রুয়ারী থেকে ৩০ শে সেপ্টেম্বর অবধি যাত্রা করার সুযোগ পাবেন।

যাত্রীদের এই বিদেশ যাত্রার মধ্যে থাকছে না শুধু সৌদি আরব। শুধু সৌদি আরব বাদে বিশ্বের যেকোনো দেশের টিকিট তাঁরা কাটতে পারবেন। এই টিকিট যাত্রীরা বিভিন্নভাবে কাটতে পারবেন। যাত্রীরা নিজের মোবাইল অ্যাপ বুকিং, অফিস বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই টিকিট বুকিং করতে পারবে। যাত্রীরা খুব অল্প খরচেই করতে পারবে বিদেশ ভ্রমন।

এমনিতেই এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছে। প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি হয়ে দাঁড়িয়েছে তাঁদের ঋণের বোঝা।। গত কয়েক বছরে যেহারে তাঁদের ঋণের বোঝা বেড়েছে, তাতে সেটা বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে আকাশছোঁয়া হয়ে গেছে। আর এই ঋণের বোঝায় নতুন সংযোজন করতে তাঁদের এই নতুন অফার নিয়ে আসা।

Smita Hari

সম্পর্কিত খবর