কেশিয়াড়িতে বিডিওর ডাকা বৈঠকে উপস্থিত হতেই বিজেপি নেত্রীকে তুমুল মারধর, ক্ষোভ প্রকাশ শুভেন্দুর

   

বাংলা হান্ট ডেস্ক: উপস্থিত হয়েছিলেন বিডিওর ঢাকা বৈঠকে। কিন্তু সেখানেই চরম হেনস্থার শিকার হতে হল বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে। এমনকি, তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মূলত, জেলা পরিষদের সদস্য এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধেই অভিযোগের তির রয়েছে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশিয়াড়ির (Keshiary) পঞ্চায়েত সমিতিতে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিডিওর তরফে মঙ্গলবার দুপুরে কেশিয়াড়ির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একটি বৈঠক ডাকা হয়। জানা গিয়েছে যে, এদিনের বৈঠকে আলোচ্য বিষয় ছিল অর্থ তহবিলের হিসেব। আর সেখানেই উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিজেপির দক্ষিণ মণ্ডলের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ।

এমতাবস্থায় অভিযোগ উঠছে যে, মৌমিতা বৈঠকে উপস্থিত হওয়া মাত্রই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা তাঁর ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন। এমনকি, জেলা পরিষদের সদস্যা কল্পনা শীটও তাঁদের সাথে যোগ দেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, মৌমিতা সিংহ অভিযোগ করেছেন যে, ওই বৈঠকে সবাই মিলে তাঁকে হেনস্থা করেন। এছাড়াও, তাঁকে মারধরও করা হয়। দফায় দফায় এই অত্যাচার চলার পরেও বিডিওর তরফে তাঁর চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: নৌবাহিনীর শক্তি বাড়াল “ট্রাইটন”, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চিনকে “সমুদ্রছাড়া” করবে ভারত

পাশাপাশি, প্রায় ২ ঘণ্টা ধরে আহত অবস্থাতেই তাঁকে সেখানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ বিষয়টির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সামগ্রিক পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি, বিজেপি কর্মীরাই আহত নেত্রীকে উদ্ধার করে তাঁকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: ভারতীয় ভেবে মারতে গেলেন নিজের সমর্থককেই! পাকিস্তানি পেসার রউফের ভিডিও ভাইরাল

এদিকে, মৌমিতা সিংহের এই অভিযোগকে সম্পূর্ণ “ভিত্তিহীন” বলে দাবি করেছেন অভিযুক্ত জেলা পরিষদের সদস্যা কল্পনা শীট। পাশাপাশি, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিডিওর তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে, বিষয়টির নিন্দা জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও, তিনি একটি ভিডিও সামনে এনেছেন। যেখানে মৌমিতা সিংহকে আহত অবস্থায় দেখা দিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর