প্রধানমন্ত্রীর সভায় যাওয়ায় বিজেপির নেতার উপর চলল গুলি! উত্তেজনা এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার চতুর্থ দফা নির্বাচনে বিভিন্ন অশান্তির খবর সামনে আসার পর রাতে আরও একটি গণ্ডগোলের খবর এল নদিয়ার (Nadia) হাঁসখালি থানার মামজোয়ান এলাকায়। প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন স্থানীয় বিজেপি (bjp) নেতা নিত্যানন্দ সরকার ওরফে শুভ।

জানা গিয়েছে, শনিবার প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলেন মামজোয়ান এলাকার ১৯ নম্বর বুথ সভাপতি তথা বিজেপি নেতা নিত্যানন্দ সরকার। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় এবং তিনি কোনরকমে বেঁচে গেলে পরবর্তীতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে কোপানো হয়।

BJP 2 6

তৎক্ষণাৎ তাঁকে স্থানীয়রা বগুলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেল, তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসার প্রয়োজনে তাঁকে কল্যানীর জেএনএম হাসপাতালে রেফার করা হয়। শরীরের একধিক জায়গায় চোট পান ওই বিজেপি নেতা।

এবিষয়ে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের অভিযোগ করেছেন, ‘এই ঘটনার পেছনে রয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা’। বিজেপি প্রার্থীর এই অভিযোগ নস্মাত করে দিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি জানিয়েছেন, ‘আমাদের নামে মিথ্যে দোষ দিচ্ছে বিজেপি শিবির। স্থানীয় ফেরিঘাটের টেন্ডার নিয়ে দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে’।

বিজেপি নেতার উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সদস্যরা। দোষীদের অবিলম্বে শাস্তির আর্জি জানায় তাঁরা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।


Smita Hari

সম্পর্কিত খবর