বড় ঝটকা পেল বিরোধীরা! BSP বিধায়কের JDU -তে যোগদানে শক্তি বাড়ল NDA-র

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পর বিহারে (bihar) ধীরে ধীরে ক্ষমতা বাড়ছে NDA-র। বিপক্ষ দলকে জোর ঝটকা দিয়ে শুক্রবার JDU -তে যোগদান করলেন এক BSP বিধায়কসহ আরও একজন। বহুজন সমাজ পার্টির বিধায়ক জমা খান এবং নির্দল প্রার্থীর বিধায়ক সুমিত সেন JDU-তে যোগদান করেন।

জানা গিয়েছে, বিধায়ক সুমিত সেন হলেন জমুইয়ের চিকাই বিধানসভার বিধায়ক। আর অন্যদিকে বহুজন সমাজ পার্টির বিধায়ক ছিলেন জমা খান। তারা দুজনেই শুক্রবার JDU -তে যোগদান করলেন।

vvvvbdnj

JDU -এর কার্যকরী অধ্যক্ষ অশোক চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী শ্রবণ কুমার শুক্রবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই দুই বিধায়কের যোগদানের বিষয়টা সকলের সামনে তুলে ধরেন। BSP বিধায়কের JDU -তে যোগদানের পর এখন বর্তমানে ৪৪ জন বিধায়ক হলেন। বিহারে বর্তমানে NDA বিধায়কের সংখ্যা দাঁড়াল মোট ১২৭ জন। বিহারে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে NDA।

Smita Hari

সম্পর্কিত খবর