লকডাউনে ফাঁদ পেতে বসে রয়েছে বুকিরা, তাই আগেই ক্রিকেটারদের সাবধান করে দিল আইসিসি।

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে গোটা বিশ্ব লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে। এমন অবস্থায় বন্ধ রয়েছে বিশ্বের সব ধরনের খেলাধুলা। করোনার কারনে লকডাউন রয়েছে ক্রিকেটের বাইশ গজে। আইসিসির তরফে এই মুহূর্তে সমস্ত রকমের ক্রিকেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতিতে সব থেকে বেশি লাভবান হয়ে উঠতে পারেন ক্রিকেট বুকিরা। সেই কারণে আইসিসির দুর্নীতি দমন শাখার তরফে প্রত্যেক ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ক্রিকেট ফিক্সিং এর সাথে যুক্ত তাদের থেকে যাতে সাবধানে থাকেন ক্রিকেটাররা।

আইসিসির তরফে মনে করা হচ্ছে এই মুহূর্তে সকল ক্রিকেটারই ঘর বন্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন, আর তাই তারা নিজেদের সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় রয়েছেন। আর এই সুযোগটাই কাজে লাগানোর জন্য ফাঁদ পেতে বসে আছেন যারা ক্রিকেটকে কলঙ্কিত করতে চান তারা। বুকিরা এই সুযোগটা কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

11717223331c335d7f860c61357ada458715effa5d20ce40285c7863bc11affa544977fe3

আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই সময় সমস্ত ধরনের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের হাতে অগাধ সময় রয়েছে। এই সময়টা ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। সেই কারণে এই সুযোগ কাজে লাগিয়ে বুকিরা যে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এটা আগে থেকেই আন্দাজ করে ফেলেছে আইসিসি। সেই কারণে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব থেকে সাবধান থাকতে নির্দেশ দিয়েছে আইসিসির দুর্নীতি দমন শাখা।


Udayan Biswas

সম্পর্কিত খবর