করোনা পরিস্থিতির মধ্যেই আগামী মাসে শুরু হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

করোনা পরিস্থিতি কাটিয়ে 117 দিন পর বাইশগজে ফিরেছে ক্রিকেট। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্য দিয়ে করোনা পরবর্তী সময়ে চালু হয়েছে ক্রিকেট। ক্রিকেট চালু হওয়ায় বেজায় খুশি হয়েছেন ক্রিকেট সমর্থকরা। যদিও এখন মাঠে বসে খেলা দেখার অনুমতি নেই দর্শকদের তবুও ক্রিকেট চালু হওয়ায় বেজায় খুশি হয়েছেন ক্রিকেট সমর্থকরা।

অনেকেই প্রশ্ন তুলেছেন যে দর্শকহীন মাঠে ক্রিকেটাররা তাদের সেরাটা কি করে দেবেন? কেমন করে তারা নিজেদের সেরা খেলাটা দেওয়ার অনুপ্রেরণা পাবেন? বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শকশূন্য মাঠে খেলা করার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই। কারণ মাঠে যদি দর্শক সমাগম ঘটে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে আর সেই কথা মাথায় রেখে এখন দর্শকশূন্য মাঠেই চলবে ক্রিকেট।

187455518e30d6eb465ae4387733f7e174304cbdbdf6cedfccfada32f0e359ca45b2d9d9e

বিশ্বজুড়ে যখন করোনার জন্য এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন একের পর এক উদাহরণ সৃষ্টি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনা পরিস্থিতির মধ্যেও সবার আগে অনুশীলন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক ডাকে সাড়া দিয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে উড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফের আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনা পরিস্থিতির কারণে যখন বিশ্বের সমস্ত দেশের ঘরোয়া লিগ বাতিল হয়ে গিয়েছে। এছাড়াও আইপিএল যখন স্থগিত রয়েছে সেই সময় দাঁড়িয়ে আগামী মাস থেকেই শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

Udayan Biswas

সম্পর্কিত খবর