বাংলার জন্য ধন ভাণ্ডার মোদী সরকারের, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি দেওয়ার ঘোষণা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহ চোখ খুলে দিয়েছে কেন্দ্রের। গোটা দেশের চিকিৎসাব্যবস্থার কঙ্কালসার চিত্র উঠে এসেছে গত কয়েকদিনে। হাসপাতালে বেড বিভ্রাট, অক্সিজেন সংকট, লাগামহীণ করোনা মৃত্যু সবমিলিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখ গোটা দেশ। এই পরিস্থিতিতে তাই রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে মোট ৭০ হাজার ৫১ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার।

জানা গিয়েছে, কেন্দ্রের ঘোষিত এই আর্থিক প্যাকেজের মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে প্রায় ৪ হাজার ৪০২ কোটি টাকা। যা দিয়ে সুষ্ঠ্যভাবে সাজিয়ে তোলা হবে রাজ্যের চিকিৎসাব্যবস্থাকে। কেন্দ্রের প্রাপ্ত এই অর্থ দিয়ে ভাড়াবাড়িতে থাকা স্বাস্থ্যকেন্দ্র, জীর্ণ অবস্থায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সংশ্লিষ্ট জেলাশাসক ও বিডিওদের তত্ত্বাবধানে সরকারি জমিতে নতুন ভাবে গড়ে তোলা হবে। ৫০০ টি শয্যা বিশিষ্ট প্রায় ১৩০০ সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে।

30b43261f9cb

অক্সিজেন সিলিন্ডার বা মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা হবে, কেনা হবে শববাহী যানও। কোচবিহার, জলপাইগুড়ি ও আরও দুটি জেলায় একশো শয্যার নতুন হাসপাতাল তৈরি করা হবে। আবার, কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, কল্যাণীর জিনোম সিকোয়েন্স ল্যাবরেটরির মতো একটি অত্যাধুনিক পরীক্ষাগার গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘কেন্দ্র থেকে প্রাপ্ত প্রায় ৪ হাজার ৪০২ কোটি টাকার প্যাকেজের থেকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ৬৩ শতাংশ অর্থ খরচ করা হবে এবং বাকি টাকা শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ব্যবহৃত হবে। এতদিন যাবৎ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য অর্থ বরাদ্দ করলেও, এবার রাজ্যকে এই অর্থ দিচ্ছে কেন্দ্র। আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ করতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর