দাম মাত্র ১১,৯৯৯ টাকা, 16GB RAM-এর দুর্ধর্ষ 5G ফোন লঞ্চ করে বাজারে ঝড় তুলছে এই সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: টেক প্রেমীদের জন্য এবার সুখবর সামনে এসেছে। বিশেষ করে যাঁরা স্বল্প দামের মধ্যে দুর্দান্ত মোবাইল কিনতে চান তাঁদের জন্য ভালো বিকল্প উপলব্ধ রয়েছে। ইতিমধ্যেই ভারতে (India) লঞ্চ হয়ে গিয়েছে Lava Storm 5G স্মার্টফোনটি (Smartphone)। এটি ওই কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন হিসেবেও বিবেচিত হচ্ছে। Lava Storm 5G স্মার্টফোনটি দু’টি কালার অপশনে (সবুজ এবং কালো) লঞ্চ করা হয়েছে। পাশাপাশি ফোনটিতে MediaTek Dimensity 6080 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়াও, Lava Storm 5G স্মার্টফোনের ব্যাটারি হল 5,000mAh এবং এতে 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্টও উপলব্ধ রয়েছে।

দাম: উল্লেখ্য যে, Lava Storm 5G-র 8GB + 128GB ভেরিয়েন্টের জন্য দাম নির্ধারণ করা হয়েছে 13,499 টাকা। তবে, সংস্থার তরফে ফোনটি 11,999 টাকার একটি স্পেশাল ইন্ট্রোডাক্টরি প্রাইসে উপলব্ধ করা হচ্ছে। এমতাবস্থায়, গ্রাহকরা আগামী 28 ডিসেম্বর থেকে Lava-র ই-স্টোর এবং Amazon থেকে এটি কিনতে পারবেন।

   

The company is taking the market by storm by launching a powerful 5G phone

Lava Storm 5G-র স্পেসিফিকেশন: জানিয়ে রাখি যে, ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্ট বিশিষ্ট এই স্মার্টফোনটি Android 13-এ চলবে এবং কোম্পানি দাবি করেছে যে এটি Android 14-এর আপডেটও পাবে। এছাড়াও, 2 বছরের জন্য সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চির ফুল-এইচডি+ (1,080×2,460 পিক্সেল) IPS 2.5D ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের কেন্দ্রে রয়েছে হোল পাঞ্চ কাটআউটও।

আরও পড়ুন: হাই-স্পিড বন্দে ভারতের সুরক্ষা বাড়াবে নিরাপদ বেষ্টনী! বড় পরিকল্পনা সামনে আনলেন রেলমন্ত্রী

Lava Storm 5G স্মার্টফোনটিতে 8GB RAM এবং ভার্চুয়াল RAM সাপোর্ট সহ MediaTek Dimensity 6080 প্রসেসর রয়েছে। ভার্চুয়াল RAM-এর সাহায্যে মোট RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়। ফটোগ্রাফির জন্য, ফোনের পেছনে একটি 50 MP-র প্রাইমারি ক্যামেরা এবং 8 MP-র আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে রয়েছে একটি 16 MP-র ক্যামেরা। ফোনটির ইন্টারন্যাল মেমোরি হল 128GB। যা একটি 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: নেওয়া হল বড় সিদ্ধান্ত! এজেন্সির ৫ কিমির মধ্যে থাকা গ্রাহকরা LPG সিলিন্ডার কেনার সময়ে পাবেন বিশেষ ছাড়

অন্যান্য ফিচার্স: Lava-র এই সস্তার স্মার্টফোনটিতে 5,000mAh-এর ব্যাটারি রয়েছে এবং 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডমাউন্ট করা আছে। কানেকটিভিটির ক্ষেত্রে, ফোনটিতে 5G, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 5, GPRS, OTG এবং একটি 3.5mm অডিও জ্যাক, GLONASS ও একটি USB Type-C পোর্টের সাপোর্ট উপলব্ধ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর