বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোট মিটতেই রাজ্যের যানবাহন চালকদের জন্য এল দুঃসংবাদ। পরিবহণ দফতর (Transport Department) সূত্রে খবর আগামী দিনে কলকাতা (Kolkata) শহর-সহ গোটা রাজ্যে একলাফে বেড়ে যাবে গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোর খরচ (Smoke testing Cost)। জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগেই এই প্রস্তাব পাঠানো হয়েছিল অর্থ দফতরে। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে অর্থ দফতর।
তাই সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাড়তে পারে গাড়ির ধোঁয়া পরীক্ষা করার খরচ।এমনিতে শহর কলকাতায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতেই একটি নির্দিষ্ট সময় অন্তর সব গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোই বাধ্যতামূলক করা হয়েছে। তবে আগামী দিনে সেই খরচ আরও বাড়তে চলেছে বলে খবর। পরিবহণ দফতর সূত্রে খবর, চার চাকার যানবাহনের খরচ ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ পর্যন্ত করা হতে পারে।
অন্যদিকে আবার তিন চাকা যানের খরচ ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হতে পারে। এছাড়া বাইক কিংবা স্কুটারের ক্ষেত্রে এই খরচ ৮০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হতে পারে। শুধু তাই নয় দ্বিগুণ খরচ বাড়বে পণ্যবাহী লরি কিংবা ট্রাকের ক্ষেত্রেও। এই খরচের সঙ্গে যুক্ত হবে জিএসটি। অর্থাৎ একধাক্কায় রাজ্যে গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোর খরচ বাড়বে অনেকটাই।
আরও পড়ুন: ‘মা রান্না করে রেখো’, বলাই হল সার, বিভীষিকার কাঞ্চনজঙ্ঘা কেড়ে নিল বিশ্বপ্রতাপের প্রাণ
এপ্রসঙ্গে পরিবহণ দফতরের একজন আধিকারিক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জনিয়ে বলেছেন, শুধু রাজস্ব আদায়ই লক্ষ্য নয় পরিবহণ দফতরের। আসলে পরিবহণ দফতরে বহু ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। সেই সমস্যার সমাধান করতেই নতুন প্রযুক্তি আনতে চায় রাজ্য পরিবহন দপ্তর।
যাতে দূষণ রোধ করা যায়। তাই আগামী দিনে নতুন প্রযুক্তির সাহায্যে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলির পাশাপাশি গাড়িগুলির ওপরেও নজরদারি চালাবে পরিবহণ দফতর। এরফলে কোনো ভুলত্রুটি নজরে আসলেই খুব সহজেই ব্যবস্থা নেওয়া যায়।