বাংলা হান্ট ডেস্ক: এবার ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) তৈরির ক্ষেত্রে পকেটে পড়তে পারে টান। বর্তমানে, স্থায়ী লাইসেন্সের জন্য আবেদনকারীদের ১,০০০ টাকা খরচ করতে হয়। কিন্তু ড্রাইভিং ট্রেনিং সেন্টার (DTC) খোলার পরে তাঁদের ৬,০০০ টাকা খরচ করতে হবে। এমতাবস্থায়, আগামী অক্টোবরে বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) তৈরির ক্ষেত্রে বাড়বে খরচ:
বর্তমানে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য, আবেদনকারীদের আরটিও অফিসে আসতে হচ্ছে এবং বায়োমেট্রিক করতে ও ছবি তুলতে হচ্ছে। এরপর বিভাগীয় পরিদর্শকের সামনে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। এটি পাশ করার পরে, অফিস দ্বারা লাইসেন্স অনুমোদিত হয়। পাশাপাশি, আবেদনকারীরা সারথি পোর্টাল থেকে তাঁদের ফোনে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) তথা DL ডাউনলোড করে নিতে পারেন। এই প্রক্রিয়ার জন্য আবেদনকারীদের অনলাইনে ১,০০০ টাকা ফি জমা দিতে হয়। কিন্তু, ড্রাইভিং ট্রেনিং সেন্টার খোলার পর DL তৈরির এই প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যাবে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, স্থায়ী লাইসেন্সের জন্য, আবেদনকারীদের ড্রাইভিং ট্রেনিং সেন্টার (DTC) বিকল্পটি নির্বাচন করার পরে ৬,০০০ টাকা ফি জমা দিতে হবে। এর মধ্যে ১,০০০ টাকা সরকারি অ্যাকাউন্টে যাবে। আর ৫,০০০ টাকা হবে প্রশিক্ষণ কেন্দ্রের ফি। আবেদনকারীকে কেন্দ্রে ২৯ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। এরপর ওই কেন্দ্রেই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) দেওয়া হবে। তবে, ওই পরীক্ষায় ফেল করলে, আপনাকে পুনরায় পরীক্ষার জন্য ২০০ টাকা ফি দিতে হবে। বর্তমানে প্রতিদিন পাঁচ শতাধিক স্থায়ী লাইসেন্সের আবেদন করা হচ্ছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী জেলা গৌতম বুদ্ধ নগরের একটি বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে DL তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: হাঁ করে তাকিয়ে দেখল চিন! বিরাট নজির গড়ল Jio, গোটা দেশ করছে ধন্য ধন্য
লার্নিং লাইসেন্সের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন নেই: জানিয়ে রাখি যে, বেসরকারি কেন্দ্র থেকে DL-এর প্রক্রিয়া শুরু হওয়ার পর লার্নিং এবং রিনিউয়াল লাইসেন্সের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। লার্নিংয়ের জন্য আবেদন অনলাইনে করা হবে এবং ঘরে বসে কম্পিউটারে টেস্ট দেওয়া যাবে। একইভাবে, রিনিউয়ালের জন্য RTO অফিসে বায়োমেট্রিক ও ছবি করতে হবে। এছাড়া হেল্থ ফিটনেসও অনলাইনে জমা দিতে হবে। এরপর পরীক্ষার পর লাইসেন্স (Driving Licence) প্রদান করা হবে।
তিনটি DTI খুলবে: জানা গিয়েছে, সংশ্লিষ্ট জেলায় ড্রাইভিং লাইসেন্সের (Driving Licence) জন্য ৩ টি ট্রেনিং ইনস্টিটিউট (DTI) খোলা হবে। বিষয়টির পরিপ্রেক্ষিতে গাজিয়াবাদের ARTO প্রশাসনের তরফে রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন যে, “বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে গুলধরের কাছে তৈরি কেন্দ্র চালু করার চেষ্টা চলছে। এরপর শুরু হবে ডাসনার কেন্দ্রটি।”