বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত (India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মোবাইল কোম্পানিগুলির প্রি-ইনস্টল করা অ্যাপগুলি সরানোর জন্য এবার কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম তৈরি করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন সিকিউরিটি রুলস অনুসারে, স্মার্টফোন নির্মাতাদের এখন প্রি-ইনস্টল করা অ্যাপগুলি সরানোর পাশাপাশি প্রধান অপারেটিং সিস্টেম আপডেটগুলির বাধ্যতামূলক স্ক্রীনিং করতে হবে। এমতাবস্থায়, এই নতুন নিয়মে Samsung, Xiaomi, Vivo, এবং Apple-এর মতো বড় সংস্থাগুলি বিশাল ক্ষতির মুখে পড়তে হতে পারে।
নিরাপত্তার পরিপ্রেক্ষিতে সরকার এহেন সিদ্ধান্ত নিয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্রি-ইনস্টলড অ্যাপগুলিকে “Bloatware” বলা হয়। মূলত, গুপ্তচরবৃত্তি এবং মোবাইল ফোনের অপব্যবহারের উদ্বেগের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকারের আইটি মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য যে, ইতিমধ্যেই সরকারের BharOS মোবাইল অপারেটিং সিস্টেমটি নিয়ে কাজ করছে। যেটিতে প্রি-ইনস্টলড অ্যাপগুলি ডিলিট করার অপশন থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও, এই নতুন নিয়মের মাধ্যমে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এজেন্সি কর্তৃক অনুমোদিত ল্যাব দ্বারা স্মার্টফোন মডেলগুলিকে পরীক্ষা করা হবে।
২০২০ সাল থেকে চিনা অ্যাপের উপর ক্রমাগত নিষেধাজ্ঞা: এদিকে, জানিয়ে রাখি যে, ২০২০ সাল থেকে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা শুরু করেছে কেন্দ্র। এখনও পর্যন্ত টিকটক সহ ৩০০-টিরও বেশি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, চিনা সংস্থাগুলির বিনিয়োগের ক্ষেত্রে তদন্তও জোরদার করা হয়েছে। পাশাপাশি, বিশ্বজুড়ে একাধিক দেশই হুয়াওয়ে এবং হিকভিশনের মতো চিনা সংস্থাগুলির প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে।
যদিও, চিন এইসব অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে প্রি-ইনস্টল করা অ্যাপ রয়েছে। যেগুলি সরানো যায় না। চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi-এর অ্যাপ স্টোর GetApps, Samsung-এর পেমেন্ট অ্যাপ Samsung Pay Mini এবং iPhone নির্মাতা Apple-এর ব্রাউজার Safari আগে থেকে ইনস্টল করা থাকে ফোনে। এমতাবস্থায়, সরকার এখন এই ব্রাউজার বা অপারেটিং সিস্টেমের আপডেটগুলি স্ক্রিনিং করা বাধ্যতামূলক করেছে।
৮ ফেব্রুয়ারি বৈঠক করেছে সরকার: প্রসঙ্গত উল্লেখ্য যে, এহেন নিয়ম বাস্তবায়নের আগে তথ্যপ্রযুক্তি মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে। জানা গিয়েছে, ওই বৈঠকে Samsung, Apple এবং Vivo-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে, একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারতের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন বাজারে চিনা খেলোয়াড়দের আধিপত্য এখনও বজায় রয়েছে। যেখানে Xiaomi, BBK Electronics-এর Vivo এবং Oppo প্রায় অর্ধেক জুড়ে রয়েছে। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার Samsung-এর ২০ শতাংশ এবং Apple-এর ৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।