পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ করে নির্যাতন, নিন্দায় সরব আন্তর্জাতিক মহল

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) নিযুক্ত ছিলেন আফগানিস্তানের (Afghanistan) রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিল। অভিযোগ উঠেছে, গত ১৬ ই মে তাঁরই মেয়ে সিলসিলা আলিখিলকে পাকিস্তান থেকে অপহরণ করা হয়। জানা গিয়েছে, অপহরণের পর তাঁর উপর নানাভাবে অত্যাচারও করা হয়েছিল।

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের ঘটনায় পাক- আফগান সম্পর্কে টানপোড়েন তৈরি হয়েছে। এই ঘটনায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। বর্তমান সময়ে সিলসিলা আলিখিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাকিস্তানের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে আফগান প্রশাসন। এমনকি, সরকারি বিবৃতি জারি করে এই ঘটনার নিন্দা করা হয়েছে। এবিষয়ে আফগান বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তানকে দ্রুতই আফগান রাষ্ট্রদূত এবং দূতাবাসের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সূত্রের খবর, আন্তর্জাতিক আইন অনুসারে আফগান রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মচারীদের কাছে এক বিশেষ রক্ষাকবচ রয়েছে। আর এই রক্ষাকবচ ভাঙার অর্থ, যুদ্ধ ঘোষণা করা। সেই কারণে পাকিস্তানকে দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আফগানিস্তান। এই ঘটনায় পাক- আফগান সম্পর্ক প্রভাবিত হতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞ মহলের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর