OT-তে অপেক্ষায় রোগী! তীব্র যানজটের জেরে ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: চিকিৎসকদের (Doctors) সাক্ষাৎ ভগবানের সাথে তুলনা করা হয়। কারণ তাঁদের সৌজন্যেই বিভিন্ন অসুস্থতা থেকে মুক্তি পাই আমরা। পাশাপাশি, জটিল সব অস্ত্রোপচারের মাধ্যমে তাঁরা জীবনও বাঁচিয়ে দেন। যদিও, বর্তমান সময়ে একাধিক বিক্ষিপ্ত ঘটনার জেরে চিকিৎসকমহলকে কাঠগড়ায় দাঁড় করানো হলেও এবার এমন একটি ঘটনা সামনে এসেছে যা অবাক করে দেবে সবাইকে। পাশাপাশি, সবকিছুর উর্ধ্বে উঠে একজন চিকিৎসকের রোগীদের প্রতি দায়িত্ববোধটাই যে সবচেয়ে প্রথমে প্রাধান্য পায় সেই বিষয়টিই স্পষ্টভাবে ফুটে উঠেছে ওই ঘটনায়।

জানা গিয়েছে, সম্প্রতি রাস্তায় তীব্র যানজটে আটকে পড়েছিলেন এক চিকিৎসক। এদিকে, অপারেশন থিয়েটারে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন রোগীরা। যে কারণে ওই চিকিৎসকের হাতে সময়ও ছিল না। এমতাবস্থায়, উপায় না পেয়ে তিনি মাঝপথে গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট যাবৎ একটানা দৌড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যান হাসপাতালে। আর এই ঘটনাই ঘটিয়েছেন বেঙ্গালুরুর চিকিৎসক গোবিন্দ নন্দকুমার।

পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, রাস্তাতে ছুটে চলেছেন ওই চিকিৎসক। তিনি নিজেই ভিডিওটি টুইটার মারফত সামনে এনেছেন। জানা গিয়েছে, গোবিন্দ নন্দকুমার বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত রয়েছেন। গত ৩০ আগস্ট হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যাওয়ার কারণে তিনি তীব্র যানজটের সম্মুখীন হয়েছিলেন।

এমতাবস্থায়, হাসপাতালে পৌঁছনোর আগেই সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে ওই চিকিৎসকের গাড়ি। এদিকে, সেদিন হাসপাতালে পৌঁছেই রোগীদের গলব্লাডার অপারেশন করার কথা ছিল গোবিন্দ নন্দকুমারের। আর সেই কারণেই ভয়াবহ যানজটের মুখোমুখি হয়ে তিনি রোগীদের কথা ভেবে দৌড়ে হাসপাতালে পৌঁছনোর সিদ্ধান্ত নেন।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘আমাকে তখন মণিপাল হাসপাতালে পৌঁছতেই হত। যদিও, প্রবল বৃষ্টি ও জমা জলের কারণে কয়েক কিমি পর্যন্ত রাস্তায় যানজট ছিল। তাই আমি আর সময় নষ্ট করতে চাইনি। হাসপাতালে অপারেশনের জন্য রোগীরা না খেয়ে ছিলেন। আমি তাঁদের বেশিক্ষণ ধরে অপেক্ষা করাতে চাইনি। সে কারণেই দৌড়ে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিই।’’

পাশাপাশি জানা গিয়েছে যে, বিগত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন গোবিন্দ নন্দকুমার। চিকিৎসক হিসাবে সুখ্যাতিও রয়েছে তাঁর। এমতাবস্থায়, তিনি রোগীদের কথা ভেবে যে ভাবে দৌড়ে নিজের দায়িত্ব পালনের জন্য হাসপাতালে পৌঁছলেন সেজন্য তাঁকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই। পাশাপাশি, নেটমাধ্যমে থাকা ভিডিওটি দেখেও ওই চিকিৎসককে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর