এক বা দুই নয়, কুকুরের পেটে গেল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা! পোষ্যের কাণ্ড দেখে মাথায় হাত মালিকের

বাংলা হান্ট ডেস্ক : আজকাল সবার বাড়িতেই পোষ্য (Pet) থাকতে দেখা যায়। তারা খেলনা, জুতো, বালিশ, বিছানার চাদর ইত্যাদি নিয়েই তাদের সাধারণত খেলতে দেখা যায়। কিন্তু ইউএসের (USA) পেনসিলভিনিয়াতে (Pennsylvania) ঘটলো এমনই এক ঘটনা। যা দেখে হতবাক হয়েছেন সকলেই।

একটি গোল্ডেনডুডল (Goldendoodle) প্রজাতির কুকুরকে (Dog) পোষ্য মানিয়েছিলেন, পেনসিলভিনিয়ার বাসিন্দা ক্লেটন (Clayton) এবং ক্যারি (Carrie)। তারা দুজনে এই কুকুরটির নাম রেখেছিলেন কেসিল (Kesil)। এই কুকুরটির বয়স ৭ বছর। কেসিলকে তারা দুজনেই খুব ভালো বাসতেন। কুকুরটি তাদের সঙ্গেই সারাক্ষণ থাকতো এবং তাদের সাথে খেলা, ওঠা, বসা সবই করতো।

কিন্তু গত কয়দিন আগেই ঘটলো একটি এমন ঘটনা যা দেখে স্তম্ভিত হয়েছেন তারা দুজনেই। ক্লেটন অফিস (Office) থেকে একটা মোটা টাকা পেয়েছিলেন। সেটি প্রায় ৪০০০ ডলার অর্থাৎ ৩.৩২ লক্ষ টাকা। তিনি বাড়ি ফিরে সেই টাকা আলমারিতে তুলে রাখতে ভুলে গেছিলেন। আর তখনি ঘটলো এই সর্বনাশ।

টাকার খামটা তিনি বসার ঘরে টেবিলের (Table) উপরে রেখে ছিলেন। কিন্তু পরের দিন তিনি ওই খাম আর কিছুতেই খুঁজে পান না। তিনি বাড়ির সব জায়গাই খুঁজে দেখলেও সেই খাম তিনি কোথাও খুঁজে পাননি। কিছু ঘণ্টার মধ্যেই একটা টাকার খাম উধাও? অনেক্ষন ধরে খোঁজাখুঁজির পর তাদের চোখ পড়ে, কেসিলের উপর তখন তারা দেখে কেসিল টাকাগুলিকে কুচি কুচি করেছে এবং টাকার কিছু অংশ চিবিয়ে খেয়েও নিয়েছে।

paisa

এই দৃশ্য দেখার পর সেই দম্পতির আর তেমন কিছুই করার ছিল না। কারণ কোথাও না কোথাও তাদেরও ভুল ছিল তারা টাকাগুলিকে যত্ন সহকারে তুলে রাখেননি। তারা কল্পনাও করতে পারেননি যে এতো গুলো টাকা এভাবে শেষ হয়ে যাবে।

সম্পর্কিত খবর