ঘুরে দেখতে চান সুপ্রিম কোর্টের অন্দরমহল? রয়েছে সুযোগ, এইভাবে মিলবে ছাড়পত্র

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নামিদামি মানুষ বিচারের আশায় দেশের এই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। বহু ঐতিহাসিক মামলার সাক্ষী এই বিচারালয়। এমন এক ঐতিহাসিক প্রতিষ্ঠানকে অধিকাংশ ভারতীয়রাই  শুধু বাইরে থেকে দেখেছেন। কিন্তু এই সর্বোচ্চ আদালতের ভিতরে কি আছে তা জানার কৌতূহল যে একেবারে হয়না তা কিন্তু নয়!

সুপ্রিম কোর্ট (Supreme Court Of India) ঘুরে দেখা যায় কীভাবে জানেন?

প্রত্যেক ভারতীয়দের কাছেই সুপ্রিমকোর্ট (Supreme Court Of India) নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। তবে অনেকেই হয়তো জানেন না দেশের সাধারণ মানুষদের জন্যও উন্মুক্ত থাকে এই সর্বোচ্চ আদালতের দরজা। তাই কেউ যদি ভিতরে ঢুকে দেখতে চান শীর্ষ আদালত কেমন দেখতে, তাও কিন্তু সম্ভব। তবে তার জন্য রয়েছে নির্দিষ্ট দিন। ওই বিশেষ দিনেই সাধারণ মানুষরাও সুপ্রিম কোর্ট ট্যুর করতে পারেন।

সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুসারে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বাদে বাকি দুই শনিবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় সুপ্রিম কোর্টের দরজা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে অনলাইন ছাড়পত্র সংগ্রহ করার পর ওই দুইদিন সাধারণ মানুষরাও সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারেন। ঘুরে দেখতে পারেন শীর্ষ আদালতের অন্দরমহল। তবে জাতীয় ছুটির দিনে কিন্তু এই সুবিধা পাওয়া যায় না।

প্রত্যেক শনিবার দেড় ঘন্টার জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court Of India) ট্যুর করা যায়। সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নির্ধারিত সময়ে, নিয়ম মেনে সুপ্রিম কোর্ট কোর্টের ভিতরে ঢুকে ঘুরে দেখতে পারবেন সবাই। ভবনের মধ্যে প্রবেশ করার অনুমতি থাকে এই দু’দিন। ঘুরে দেখা যায় আদালত প্রাঙ্গণ। এখানেই শেষ নয় সুপ্রিম কোর্টের ভিতর এমনও জায়গায় যাওয়ার অনুমতি থাকে, যেখানে অন্যান্য দিন যাওয়া যায় না।

আরও পড়ুন: “নিশ্চই ভাইপোর কোম্পানি….”, স্যালাইন সরবরাহকারী নিষিদ্ধ সংস্থার সাথে তৃণমূল যোগ? প্রশ্ন শুভেন্দুর

প্রধান বিচারপতি যেখানে বসে মামলা শোনেন কিংবা তাঁর ঘর কোথায় সবই ঘুরে দেখার অনুমতি থাকে। তবে শুধু প্রধান বিচারপতির ঘরই নয় সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের ঘরও দেখতে পারেন দর্শকরা। এছাড়াও সুপ্রিম কোর্টের জাতীয় বিচার বিভাগীয় জাদুঘর ঘুরে দেখারও সুযোগ পাওয়া যায়।  সঙ্গে ঘুরে দেখতে পারবেন বিচারপতিদের লাইব্রেরীও।

Supreme Court Of India

এখানে বলে রাখা ভালো সুপ্রিম কোর্টের ট্যুর নতুন নয়। বিগত ছয় বছর ধরে এই ট্যুর পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত মোট ২৯৬টি টুর সম্পন্ন হয়েছে। দেশের প্রাক্তন বিচারপতি দীপক মিশ্রের আমলে এই ধারণা প্রথম আত্মপ্রকাশ পেয়েছিল। ২০১৮ সালে ৩ নভেম্বর প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গৈগের আমল থেকে এর সূচনা হয়েছিল। অনেকে আবার সুপ্রিম কোর্টের ট্যুর করার সময়েই বিচারপতিদের সঙ্গেও দেখা করার সুযোগ পেয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর