বাংলাহান্ট ডেস্কঃ দেশের সীমান্ত এলাকায় BSF জওয়ানরা (BSF jawan) প্রতিনিয়তই শত্রু পক্ষের গুলীর সামনে বুক চওড়া করে দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনারা (Indian amry) ভারত মাতাকে রক্ষা করতে তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত। প্রতিদিনই শোনা যায়, সীমান্ত এলাকায় শত্রু পক্ষের গুলিতে শহীদ হচ্ছেন এদেশের বীর জওয়ানরা।
দুর্ঘটনার কবলে পড়েন BSF জওয়ান
ভারতোয় সেনাবাহিনীর আর ৫ জন জওয়ানের মত উত্তর প্রদেশের (Uttarpradesh) গোরখপুর জেলার বাঁশগাঁও থানা এলাকার পিপরার বাসিন্দা হাবিলদার ভরত সিং। রাজস্থানের যোধপুরে ডিউটিরত অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে বলসার থানা এলাকার আগোলাইয়ের সাফ্রন হোটেলের সামনে তাঁর গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাণ হারান বিএসএফ হাবিলদার
ঘটনাস্থলে গুরুতর আহত হন বিএসএফ হাবিলদার ভরত সিং। ঘটনাস্থল থেকে তাঁকে বালেসারের সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারান হাবিলদার ভরত সিং। BSF জওয়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে।
অধরা রয়ে গেল স্বপ্ন
মৃত জওয়ানের পরিবারে দুই মেয়ে, এক ছেলে এবং তাঁর স্ত্রী রয়েছে। বড় মেয়ে অন্তরা সিং, ১০ বছর বয়সী এবং ছোট মেয়ে চঞ্চন সিং-এর বয়স ৭ বছর। কিন্তু তাঁর ছেলের বয়স মাত্র ২ মাস। আগামী মাসে ছেলের নাম করণ অনুষ্ঠানে যোগদান করারও কথা ছিল তাঁর। ছেলের নামকরণ করার স্বপ্ন অধরাই থেকে গেল বিএসএফ হাবিলদার ভরত সিং-এর। বিএসএফ এয়ারলাইন্সের মাধ্যমে জওয়ানের লাশ গোরখপুরে তাঁর মরদেহ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।