একের পর এক ম্যাচ হেরে শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবের আই লিগ জেতার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে। কিছুতেই হারের ক্ষরা কাটানো যাচ্ছেনা। এই মুহূর্তে ক্লাবের পরিস্থিতি খুবই খারাপ সেই সাথে খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন ক্লাব কর্তারা। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা ভেবেছিলেন তাদের সমর্থকরা হয়তো তাদের পাশে দাঁড়াবেন কিন্তু ঠিক তার উল্টোটা ঘটল। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পাশে তো দাঁড়ালেন না উল্টে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি দিলেন ক্লাব কর্তাদের। এতে আরও মানসিকভাবে ভেঙে পড়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।
আর এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ইস্টবেঙ্গলের সমস্ত স্যোসাল মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে একটি পোস্ট করা হয় টুইটারে তারপরই বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্যোসাল সাইড। কিন্তু এতেও রেহাই মেলেনি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল কর্মকর্তাদের টুইটারে এমন ঘোষণা করার পরেই ফেসবুকে ইস্টবেঙ্গল সমর্থকদের গালিগালাজের সম্মুখীন হতে হয় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে।
ক্রমাগত একের পর এক ব্যর্থতা, শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তারপরে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ডেকে পাঠান ইস্টবেঙ্গলের কোচ, সহকারি কোচ এবং ফিজিওকে। দু’ঘণ্টা ম্যারাথন বৈঠক চলে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ এবং সাপোর্টারদের মধ্যে। তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।