এই ক্রিকেটারের বাবা যুবরাজকে বলেছিলেন তুমি আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ নানান অঙ্গি ভঙ্গি করে স্লেজিং করেছিলেন বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং কে। তার ফলে সেই সময় বেশ তেতে গিয়েছিলেন যুবরাজ সিং। যার প্রভাব পড়েছিল তার পরের ওভারেই বল করতে আসা স্টুয়ার্ট ব্রডের উপর। স্টুয়ার্ট ব্রডের সেই ওভারে ছয় বলে ছয়টি বিশাল ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। তার পরদিন যুবরাজের কাছে গিয়ে স্টুয়ার্ট ব্রডের বাবা বলেছিলেন “তুমি আমার ছেলের ক্যারিয়ার প্রায় শেষ করে দিলে।”

তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে যুবরাজ সিং জানিয়েছেন যে ভারত বনাম ইংল্যান্ড এর সেই ম্যাচের কয়েকদিন আগেই আমি পাঁচটা ছক্কা মেরেছিলাম দিমিত্রি মাসকারেনহাসকে। যুবি বলেছেন স্টুয়ার্ট ব্রডের সেই ওভারে ছটা ছক্কা মেরে আমি প্রথমেই তাকিয়েছিলাম ফ্রেডির দিকে তারপর তাকায় মাসকারেনহাসের দিকে। মাসকারেনহাস সেই সময় আমার দিকে তাকিয়ে হাসছিলেন।

2335325719512124bd17ff3945f816308948e1a8b6eccd34db2b0802bcbd53dbdcb82695c

সেই ম্যাচের পরের দিনই যুবরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যান স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। তিনি বলেছিলেন তুমি তো আমার ছেলের ক্যারিয়ার শেষ করে দিলে, তোমাকে এই জার্সি গায়ে আমার জন্য কিছু লিখে দিতে হবে। যুবরাজ জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে আমি লিখে দিয়েছিলাম ‘অল দ্য বেষ্ট।’


Udayan Biswas

সম্পর্কিত খবর