প্রথমেই প্রত্যাশা করা হয়েছিল, এবার প্রত্যাশা অনুযায়ী বিদেশি ফুটবলারের সংখ্যা কমে যাচ্ছে আইলীগে। বুধবার বৈঠকে বসেছিল ফেডারেশনের কর্মকর্তারা, সেই বৈঠকেই বিদেশি ফুটবলার কমানোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনে তরফে। সেই বৈঠকে ঠিক হয় এবারের আইলিগ অনুষ্ঠিত হবে 12 টি দল নিয়ে। এমনকি বিজ্ঞাপন দিয়ে দল নেওয়া হবে এমনটা জানিয়ে দিয়েছে ফেডারেশনের কার্যকরি কমিটি।
বিদেশি কমানোর ব্যাপারে ফেডারেশনের নিয়মাবলি:
আই লিগে চার জন বিদেশিকেই রেজিস্ট্রেশন করানো যাবে।
এবার প্রথম একাদশে চার জন বিদেশিকে খেলতে পারবে দলগুলি।
যার মধ্যে একজন এশিয়া কোটায় বিদেশি থাকা বাধ্যতামূলক।
আইলীগে বিদেশি কমানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে অধিকাংশ আইলিগ ক্লাবই।
এছাড়া ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন ভারতীয় ফুটবলের স্বার্থে পরের বছর থেকে আইএসএলেও বিদেশি ফুটবলারদের সংখ্যা কমানো হবে। যেহেতু মোহনবাগান এবার আইলিগ থেকে আইএসএলে চলে গিয়েছে, সেই কারণে মোহনবাগানের ফাঁকা জায়গা পূর্ণ করতে বিজ্ঞাপন দিয়ে নতুন দল নেওয়া হবে। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে ভারতবর্ষের যে সমস্ত শহরে কোন আইএসএল কিংবা আইলিগের দল নেই, সেই সমস্ত শহরগুলি থেকেই আইলীগের নতুন দল নেওয়ার চেষ্টা করা হবে।