বাংলাহান্ট ডেস্কঃ ভয় নয়, তালিবানের (taliban) উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন কার্যকরী প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি (bismillah muhammadi)। বর্তমানে পঞ্জশির প্রদেশ থেকেই তালিবানিদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়েছেন বিসমিল্লাহ মোহাম্মাদি। জানা গিয়েছে, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন স্বঘোষিত কার্যকরী আফগান রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহও।
তালিবানদের হাতে গোটা আফগানিস্তান চলে গেলেও, এখনও পঞ্জশির প্রদেশে পা রাখতে পারেনি তালিবান জঙ্গিরা। চতুর্দিকে হিন্দুকুশের পর্বত বেষ্টিত এই একটুকরো সমতল ভূমি এখনও কবজা করতে পারেনি তালিবান জঙ্গিরা। জানা গিয়েছে, উল্টে বাঘলান প্রদেশের পোল-এ-হেসার, দেহ সালাহ, বানু জেলা হাতের বাইরে চলে গিয়েছে তালিবানদের।
যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আফগানিস্তান দখল করলেও, বর্তমানে ৩ টি জেলা হাতছাড়া হয়ে গিয়েছে তালিবানদের। সেখানকার সাধারণ মানুষের বিদ্রোহী দল, গর্জে উঠে পিছু হটিয়েছে তালিবানদের। এবিষয়ে এক ট্যুইট করে বিসমিল্লাহ মোহাম্মাদি জানান, ‘বাঘলান প্রদেশের পোল-এ-হেসার, দেহ সালাহ, বানু জেলা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বিদ্রোহী বাহিনী। এখনও বেঁচে আছে বিদ্রোহ। আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, তালিবান জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা’।
তিনি আরও দাবি করেন, এই ৩ টি জেলা মুক্ত করতে গিয়ে প্রায় ৪০ জন তালিবানকে নিকেশ করা হয়েছে এবং প্রায় ১৫ জন আহত হয়েছে। তবে আফগানদের মধ্যে প্রতিরোধের স্পৃহা এখনও বেঁচে আছে। আর এই শক্তিকে কাজে লাগিয়েই, আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে এবিষয়ে এখনও তালিবানদের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পঞ্জশির প্রদেশ থেকেই আমরুল্লাহ সালেহ এবং বিসমিল্লাহ মোহাম্মাদি একযোগে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চলেছেন।