জাত লেখা স্টিকার লাগানো যাবে না গাড়িতে, নিয়ম লাগু হতেই প্রথম ফাইন হল আশীষ সাক্সেনার নামে

বাংলাহান্ট ডেস্কঃ জাত উল্লেখ করা স্টিকার গাড়ি বা মোটর সাইকেলে ব্যবহার করা যাবে না, সম্প্রতি এমনই এক নির্দেশিকা জারি করল উত্তর প্রদেশ (uttarpradesh) সরকার। উত্তর প্রদেশে গাড়ির উইন্ডস্ক্রিন বা নাম্বার প্লেটে যাদব, জাঠ, গুর্জর, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এমন স্টিকার লাগিয়ে অনেকেই নিজের জাত বড় করে দেখান। তবে এবার থেকে এই ধরণের স্টিকার লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার।

নির্দেশিকা জারি হওয়ার পর প্রথম এই আইনের আয়ত্তায় ফাইন দিলেন কানপুরের আশীষ সাক্সেনা। রবিবার নাকা কোতোয়ালি পুলিশ দুর্গাপুরি মেট্রো স্টেশনের কাছে চেকপোস্টে আশীষ সাক্সেনার গাড়িটি এই আইন ভঙ্গ করায় ফাইনের আয়ত্তায় পড়ে।

bfbbbbd

প্রথম চালান কাটার বিষয়ে ইনচার্জ সুজিত দুবে জানিয়েছেন, চেকিং-র সময় একটি গাড়ি থামিয়ে যখন তারা কাগজপত্র দেখছিলেন, তখন জানতে পারেন গাড়িটি কানপুরের জুড়ুয়া জামিলের বাসিন্দা আশীষ সাক্সেনার। ঠিক সেইসময়ে পুলিশ অফিসারের চোখ যায় গাড়ির পেছনের কাঁচের দিকে। তখন তারা দেখেন, গাড়ির পেছনের কাঁচে লেখা রয়েছে ‘সাক্সেনাজি’। সরকার প্রদত্ত নিয়ম লঙ্ঘন করায় চালান ধারা-১৭৭ অনুযায়ী সাক্সেনাজির নামে প্রথম চালান কাঁটা হয়।

প্রসঙ্গত জানিয়ে রাখি, উত্তরপ্রদেশে গাড়ির উপর নিজের জাতের স্টিকার বা জাতের নাম লিখে অনেকেই নিজের উচ্চ জাতের বড়াই করেন। এবিষয়ে মহারাষ্ট্রের জনৈক শিক্ষক হর্ষল প্রভু নালিশ জানিয়ে IGRS-এ চিঠি লিখে জানিয়েছিলেন, এই ধরণের স্টিকার সামাজিক বোঝাপড়া নষ্ট করছে। চিঠি উত্তরপ্রদেশ সরকারকে পাঠানো হয়। এরপর পরিবহণ দফতরের ডেপুটি কমিশনার ডিকে ত্রিপাঠী জানান, এই ধরণের জাত সূচক কোন স্টিকার আর কেউ গাড়িতে লাগাতে পারবেন না। যদি এই ধরণের কাজ কেউ করেন, তাহলে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হবে।


Smita Hari

সম্পর্কিত খবর