আজই খুলে যাচ্ছে দুবাইয়ে প্রথম হিন্দু মন্দির, সৌন্দর্য দেখে অবাক হবেন সকলে! রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপূজার মধ্যেই বড় উপহার পেল দুবাইয়ে (Dubai) বসবাসকারী হিন্দুরা। আজ থেকেই খুলে যেতে চলেছে আবুধাবিতে তৈরি আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। পাকিস্তান (Pakistan) এবং চিনকে (China) কূটনৈতিকভাবে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সদা সচেষ্ট ভারত। এই পরিস্থিতিতে কি ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও (S. Jaishankar) পরিদর্শন করে এসেছেন আবুধাবির মন্দিরটি।

এই মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে না কোনও লোহা। বেলে পাথর দিয়ে নির্মিত হচ্ছে আবুধাবির এই মন্দির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহীর এই মন্দিরটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুবিশাল এই মন্দিরে রয়েছে ১৬ টি হিন্দু দেবদেবীর মূর্তি। ৯ দিনের বিশেষ পূজাপাঠের মাধ্যমে প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে মূর্তিগুলির। এমনকি আগস্টের শেষদিকে প্রতিষ্ঠা করা হয়েছে শিখদের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ও।

আরব আমিরশাহীতে বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়। স্বভাবতই সংযুক্ত আরব আমিরশাহী সরকারের এই সিদ্ধান্তে তারা খুব খুশি। জানা গেছে মন্দিরটি তৈরিতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। কিছুদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে প্রশংসা করেছেন মন্দিরটির। তিনি জানান মন্দির সংলগ্ন এলাকার প্রতিটি ভারতীয় আমিরশাহী সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট আনন্দিত। মন্দিরটি নির্মাণের জন্য জয়শঙ্কর ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারককে। প্রায় ৫৫হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই বিশাল মন্দির।

https://twitter.com/SpeaksKshatriya/status/1577138446199836672?t=VugIEFwn9i2dM2P2W1-B0w&s=08

 

জেবেল আলি গ্রামে তৈরি হয়েছে এটি। তবে শুধু এই হিন্দু মন্দির নয়, এর আগেও জেবেল গ্রামে তৈরি হয়েছে একাধিক গির্জা। কোভিড মহামারির সময় দর্শনার্থীদের ভিড় এড়াতেও মন্দির চত্বরে ছিল উপযুক্ত ব্যবস্থা। বর্তমানে প্রায় ১৪ জন পুরোহিত যুক্ত আছেন ওই মন্দিরের সঙ্গে। সকাল ৭টা থেকে ১১.৩০ পর্যন্ত চলছে মন্দিরের কার্যক্রম।

আরব আমিরশাহীর এই পদক্ষেপ নিঃসন্দেহে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করলেই বোঝা যায় কূটনৈতিকভাবে ভারতেরও হাত ধরতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহী। কিছুদিন আগেই পাকিস্তানকে দেওয়া ঋণও ফেরত চেয়েছে ইউএই, এমনকি ৩৭০ ধারা রদের ক্ষেত্রেও ভারতকে সমর্থনই করেছিল তারা। সুতরাং আরব আমিরশাহীর এই পদক্ষেপের একদিকে যেমন খুশি সংযুক্ত আরব আমিরশাহীর প্রবাসী ভারতীয়রা তেমনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের উন্নতির কারণে কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারবে ভারতের কূটনৈতিক মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর