প্রথম ভারতীয় হিসাবে পিঙ্ক বলের টেষ্টে সেঞ্চুরি করলেন অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম ভারতীয় হিসাবে পিঙ্ক বলের টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের নতুন মহারাজ বিরাট কোহলি। পিঙ্ক বলে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে সকলকে চমকে দিলেন বিরাট কোহলি। যেখানে দলের অন্যান্য ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না সেখানে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করে প্রথম ভারতীয় হিসেবে দিনরাত্রি টেষ্টে সেঞ্চুরি করলেন বিরাট। এদিন সেঞ্চুরি করতে বিরাট খেলেছেন 153 টি বল এবং 12 টি চার দিয়ে সাজানো ছিল বিরাটের এই প্রথম পিঙ্ক বল সেঞ্চুরিটি। এটি বিরাট কোহলি টেস্ট কেরিয়ারের 27 তম সেঞ্চুরি, এই সেঞ্চুরি করে তিনি অধিনায়ক হিসাবে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন।

প্রথম দিনে 59 রানে পরাজিত থাকার পর দ্বিতীয় দিনে ইডেন মুখি ক্রিকেট প্রেমীদের মুখে একটাই কথা ছিল বিরাট কোহলি কি প্রথম ভারতীয় হিসেবে পিঙ্ক বলের টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করতে পারবেন? আর শনিবার খেলা শুরু হতেই তাদের সকল প্রশ্নের জবাব দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন প্রথম থেকেই দাপটের সাথে ব্যাটিং করেন বিরাট কোহলি এবং সেই দাপটের সাথেই তিনি নিজের প্রথম পিঙ্ক বলের সেঞ্চুরিটি করে ফেললেন।

104849323 virat kohli getty2

দ্বিতীয় দিনের খেলা শুরু থেকেই বিরাটের সঙ্গে যোগ্য সঙ্গ  দিচ্ছিলেন সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে, কিন্তু হাফ সেঞ্চুরি করার পরই ব্যক্তিগত 51 রানে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের বলে কাট মারতে গিয়ে একাদত হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। কিন্তু রাহানে আউট হয়ে যাওয়ার পরেও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে দাপটের সাথে নিজস্ব ভঙ্গিমায় ব্যাটিং করে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Udayan Biswas

সম্পর্কিত খবর